NOW READING:
Bihar Horror: ‘আমাকে গর্ভবতী করেছে আমার বাবা’! ট্রেনের টয়লেট থেকে ১৭ দিনের নবজাতক উদ্ধার হতেই সামনে এল ভয়ংকর ঘটনা…
July 8, 2025

Bihar Horror: ‘আমাকে গর্ভবতী করেছে আমার বাবা’! ট্রেনের টয়লেট থেকে ১৭ দিনের নবজাতক উদ্ধার হতেই সামনে এল ভয়ংকর ঘটনা…

Bihar Horror: ‘আমাকে গর্ভবতী করেছে আমার বাবা’! ট্রেনের টয়লেট থেকে ১৭ দিনের নবজাতক উদ্ধার হতেই সামনে এল ভয়ংকর ঘটনা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর অভিজ্ঞতা! পটনা চণ্ডীগড় সামার স্পেশাল  (Patna-Chandigarh Summer Special) ট্রেনে কয়েকজন হকার ট্রেনের টয়লেটের মধ্যে থেকে শিশুর কান্না শুনতে পান। টয়লেটে গিয়ে তাঁরা দেখেন একটি ব্যাগের ভিতরে এক নবজাতক। সাংঘাতিক ব্যাপার! কী হবে? সঙ্গে সঙ্গে তাঁরা টিটিই-র সঙ্গে যোগাযোগ করেন। পরে উত্তর প্রদেশের মোরাদাবাদে (Moradabad) ট্রেনের টয়লেট থেকে উদ্ধার করা হয় সেই নবজাতককে। চিকিৎসার জন্য নবজাতককে মোরাদাবাদেই ট্রেন থেকে নামানো হয়। পরে শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে রাখা হয়। 

ভয়ংকর অভিজ্ঞতা পুলিসের

কিন্তু কে বা কারা রেখে গেল? কেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেই বিস্মিত পুলিস। মোরাদাবাদে পাওয়া নবজাতকের পিতা-মাতার খোঁজ করতে গিয়েই পুলিসের ভয়ংকর অভিজ্ঞতা। নবজাতকের বাবা-মায়ের খোঁজে তারা বিহারে পৌঁছে গেল। আর তখনই সামনে এল এক ভয়ংকর ঘটনা। স্বয়ং বাবার যৌনলালসার শিকার তার নাবালিকা কন্যা!

২২ জুন জন্ম নবজাতকের 

কী জানা গিয়েছে? ২২ জুন ওই নবজাতকের জন্ম হয়। বিহার থেকে ওই নাবালিকাকে চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাচ্ছিলেন তার পরিবারের লোকজন। বারাণসীর কাছে ট্রেনের টয়লেটেই সন্তান প্রসব করে ওই নাবালিকা। তখন পরিবারের লোকজন সদ্যোজাত শিশুপুত্রকে ব্যাগে ভরে অন্য একটি ট্রেনের টয়লেটে রেখে আসেন। সেই ট্রেনটিই ছিল পটনা চণ্ডীগড় সামার স্পেশাল ট্রেন। সেই ট্রেনে কয়েকজন হকার টয়লেটের মধ্যে থেকে শিশুর কান্না শুনতে পেয়েছিলেন।

সিম কার্ডের সূত্রে

খুব স্বাভাবিক ভাবেই শুরু হয় শিশুটির বাবা-মায়ের খোঁজ। পুলিস জানিয়েছে, ওই ব্যাগ থেকে একটি সিম কার্ড পাওয়া গিয়েছিল। সেই সিম কার্ডের সূত্র ধরেই একজনের নাগাল পাওয়া যায়। পুলিস তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, ওই নবজাতক তাঁর এক আত্মীয় নাবালিকার সন্তান। বিহারের ছাপরায় ওই নাবালিকার বাড়ি। সেই সূত্রটুকু আঁকড়েই আরও বিস্তৃত তদন্তে নেমে পড়ে পুলিস। আর তখনই নাবালিকার বাবার নৃশংসতার কথা জানতে পারা যায়। 

আরও পড়ুন: Ketu Gochar: পরম রহস্যময় চরম মায়াবী ‘পাপী’ কেতুর কৃপায় সংসারে উথলে উঠবে সুখ, পকেটে উপচে পড়বে টাকা! মাটিতে পা পড়বে না এঁদের…

আরও পড়ুন: Deadliest Anaconda in Kolkata: অবিশ্বাস্য! আমাজনের ত্রাস দৈত্যাকার ভয়ংকর সবুজ অ্য়ানাকোন্ডা এবার কলকাতায়…

মদ্যপান ও সঙ্গম

ঠিক কী ঘটেছিল? নাবালিকা জানিয়েছে, তার বাবা মদ্যপান করে। মদ্যপ অবস্থাতেই সে গত এক বছরের বেশি সময় ধরে তার উপর যৌন নির্যাতন চালায়। আর এর ফলেই সে গর্ভবতী হয়ে পড়ে। তাকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল।

চাইল্ড ওয়েলফেয়ারে

ওই নাবালিকা তার মা ও দিদিকে পুলিস মোরাদাবাদ নিয়ে আসে। সেখানে নাবালিকা লিখিতভাবে জানায়, শিশুটিকে প্রতিপালন করার ক্ষমতা তার নেই। নাবালিকার শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে রাখা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link