SIP: মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) টাকা রাখার ক্ষেত্রে অনেক সময় এই ভুল করে ফেলি আমরা। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের (SIP) মাধ্যমে টাকা (Money) জমার সময় ভুলে যাই আমরা। যার ফলে ইলেকট্রিনিক ক্লিয়ারিং সিস্টেম (ECS) সক্রিয় থাকলেও ব্যাঙ্ক থেকে এসআইপির টাকা জমা পড়ে না মিউচুয়াল ফান্ডে। এই SIP মিস করার কারণে বাউন্স চার্জ (Bounce Charge) দিতে হয় আমাদের । এখন এই নিয়মে পরিবর্তন করেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)।
পর পর তিনবার SIP মিস করেছেন ?
এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য স্বস্তি দিয়েছে SEBI। আপনি যদি মিউচুয়াল ফান্ডে ঠাকা রাখেন, সেই ক্ষেত্রে SIP-র টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে যায়। সেই নির্দিষ্ট পরিমাণ টাকা ফান্ড ম্যানেজারের অ্যাকাউন্টে যায়। যার ওপর নির্ভর করে আপনি বিনিয়োগে রিটার্ন পান।
কিন্তু অনেক সময় আপনি মাসিক কিস্তি মিস করেন। কিস্তি কাটার তারিখে আপনার অ্যাকাউন্টের পরিমাণ অনেক সময় কমে যায়। পরপর তিনবার কিস্তি মিস হলে ফান্ড ম্যানেজার আপনার টাকা বিনিয়োগ করা বন্ধ করে দেয়। তিনি আপনার বিরুদ্ধে টাকা বাউন্সের জন্য জরিমানা আরোপ করে।
জরিমানা থেকে বাঁচতে সেবির উদ্য়োগ
এই শাস্তির হাত থেকে বাঁচাতে SEBI একটি নতুন উদ্যোগ নিয়ে এসেছে। এর আওতায় আপনি যদি একটু সতর্ক হন, তবে আপনাকে তিনটি কিস্তি বাউন্স করার জন্য জরিমানা দিতে হবে না। এই নববর্ষের উপহার কার্যকর হয়েছে ১ ডিসেম্বর থেকে।
সেবি-র নতুন নিয়মে কী উপহার
১ SEBI SIP বাতিল করার সময়সীমা 10 দিন থেকে কমিয়ে 2 দিন করেছে। যার অর্থ হল, আপনি মাত্র তিন দিন আগে SIP বন্ধ করার অনুরোধ করতে পারবেন।
২ এখনও পর্যন্ত SIP বাতিল হতে 10 দিন সময় লাগত। এই কারণে প্রায়ই এসআইপি বিনিয়োগকারীদের ক্ষতির মুখে পড়তে হতো। ধরুন SIP কিস্তি কাটার জন্য প্রতি মাসের 15 তারিখ নির্ধারণ করা হয়েছে। এবার থেকে 12 তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা জমা না দিলেও তা বাতিল করা যাবে।
৩ এর আগেও দুই মাস একই কারণে যদি আপনার মাসিক কিস্তি বাউন্স হয়ে থাকে তাতেও সমস্যা নেই। এইরকম পরিস্থিতিতে, আপনি 12 তারিখে SIP বাতিল করার জন্য অনুরোধ করতে পারেন। ফান্ড ম্যানেজারকে 15 তারিখের আগে SIP বাতিল করতে হবে এবং বাউন্স চার্জের নামে বিনিয়োগকারীর অ্যাকাউন্ট থেকে কোনও জরিমানা কাটতে পারবে না।
পরিবর্তনের জন্য সব ফান্ড ম্যানেজারদের নির্দেশ
SEBI সব ফান্ড ম্য়ানেজারদের এই পরিবর্তন বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছে। এই পরিবর্তনটি 1 ডিসেম্বর, 2024 থেকে কার্যকর হয়েছে৷ SIP অনলাইন বা অফলাইন হোক না কেন, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলিকে অনুরোধের দুই দিনের মধ্যে এটি বাতিল করতে হবে৷ SEBI সমস্ত মিউচুয়াল ফান্ড সংস্থাগুলিকে এটি কঠোরভাবে অনুসরণ করতে বলেছে।
আগে কত দিনের অনুরোধে বাতিল করা যেত SIP
আগে এসআইপি বাতিল করার জন্য 10 দিন আগে অনুরোধ করার নিয়ম ছিল। অনেকেই 10 দিন আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অবস্থা অনুমান করতে পারতেন না। ফলে SIP-র টাকা জমা পড়ত না ব্যাঙ্ক থেকে। সেই পরিস্থিতিতে কিস্তি বাউন্স হলে বেশিরভাগ লোককে জরিমানা দিতে হতো।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) কিস্তি মিস করার জন্য কোনও জরিমানা নেয় না। তবে, আপনি যদি পরপর তিনটি কিস্তি মিস করেন, তাহলে আপনার SIP বাতিল হয়ে যাবে।
আপনার অ্যাকাউন্টে অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে আপনার SIP বাউন্স হলে, আপনার ব্যাঙ্ক 250-750 টাকা জরিমানা নিতে পারে। জরিমানার পরিমাণ ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে আলাদা হতে পারে।
Liquor Policy: বেঁধে দেওয়া হল মদ্যপানের বয়স, দেখাতে হবে সরকারি আইডিও
আরও দেখুন