NOW READING:
Muslim MLA Controversy BJP Leader Suvendu Adhikari got threats from TMC Leader Humayun Reja Chowdhury
March 16, 2025

Muslim MLA Controversy BJP Leader Suvendu Adhikari got threats from TMC Leader Humayun Reja Chowdhury

Muslim MLA Controversy BJP Leader Suvendu Adhikari got threats from TMC Leader Humayun Reja Chowdhury
Listen to this article


রাজীব চৌধুরী, সমীরণ পাল ও দীপক ঘোষ, কলকাতা: এক হুমায়ুন অবস্থানে অনড়। তার মধ্যেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের আরেক হুমায়ুন। দলের থেকে জাতিসত্তা আগে। আগেই জানিয়ে দিয়েছিলেন হুমায়ুন কবীর। তৃণমূলের মুসলিম বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবারও নিজের অবস্থানে অনড় রইলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।  

ভরতপুর তৃণমূল কংগ্রেস বিধায়ক  হুমায়ুন কবীর বলেন, ‘ভারতবর্ষের অন্যান্য রাজ্যে মুসলিমের সংখ্যা আর বাংলায় মুসলিমের সংখ্যা, আধারে আধারে চলে গিয়েছে ৩৬-৩৭ পারসেন্ট। সেই লোককে তুমি চ্যালেঞ্জ করবে, যে জেলায় ৭২ শতাংশ মুসলিম বসবাস করে সেই মুসলিমদের অ্যাটাক করে আবার এখানে রাতের অন্ধকারে কার্তিক মহারাজের কাছে এসে খাবার খাবে আর মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকবে, এটা তোমাকে আর হতে দেব না।’ 

 বিধানসভা ভোটের বছরখানেক আগে থেকেই জাত-পাত-ধর্ম নিয়ে ক্রমশ তেতে উঠছে বঙ্গ রাজনীতি। শুভেন্দু অধিকারীর চ‍্যাংদোলা বনাম হুমায়ুন কবীরের ঠুসো ঘিরে এখনও তরজার পারদ সপ্তমে। সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেন, ‘ওদের (তৃণমূল) যে ক’টা মুসলমান বিধায়ক জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব।’ এরপরেই হুমায়ুন কবীরকে পাল্টা বলতে শোনা যায়, ‘সে যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও তাকে ঠুসো দিতে পারি। ‘

 এই প্রেক্ষাপটে এবার ঠ্যাং ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দেগঙ্গার তৃণমূল নেতা ও চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী।  দেগঙ্গা তৃণমূল নেতা হুমায়ুন রেজা বলেন,’আমিও একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসেবে বলি, শুভেন্দু অধিকারী তোমার কতদম আছে, হাড়োয়া বিধানসভা মুসলিম অধ্যুষিত বিধানসভা। এখানে এসে তুমি বলে দেখাও মুসলিমদেরকে ছুড়ে রাস্তায় ফেলে দেব, আমরা কিন্তু তোমার ঠ্যাং ভেঙে তোমাকে ওই মেদিনীপুরের শান্তিকুঞ্জে তোমাকে পাঠিয়ে দেব।’

 শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থান বাদ দিয়ে বঙ্গ রাজনীতিতে এখন শুধুই ধর্মের কথা! শাসানি, আর হুঙ্কার-হুঁশিয়ারি! পুরমন্ত্রী ও তৃণমূল নেতা  ফিরহাদ হাকিম বলেন, বিজেপির উস্কানিতে যাতে কেউ পা না দেয় সেটা দেখতে হবে। আমি আজকে কিছু বললাম টিভিতে দেখা গেল উস্কানিতে পা দিয়ে দিলাম সেটা হয় না। ডিভিশন দিয়ে হবে না। সব ধর্মের মানুষকে নিয়ে ইনক্লিউশন পলিটিক্স করতে হবে সেটাই বাংলা সংস্কৃতি। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য নিয়ে ইতিমধ্যে উত্তর দিনাজপুরের চাকুলিয়া ও বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস।

আরও পড়ুন, সন্ধ্যা রাতে আচমকাই ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি বাঁকুড়া ও হুগলিতে ! স্বস্তি কলকাতাতেও.. 

১৩ মার্চ আমহার্স্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ করেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী। কিন্তু তার দাবি, এ নিয়ে পুলিশ এখনও FIR দায়ের করেনি। কংগ্রেস নেতা  সুমন রায়চৌধুরী বলেন, ‘নবান্ন থেকে কী এখনও নির্দেশ পাননি, তাই FIR করা যায়নি? মুখ্যমন্ত্রীই কি বিভাজনের রাজনীতি করতে চাইছেন। তাইজন্য বিরোধী দলনেতাকে ছেড়ে রেখেছেন…।’ অন্যদিকে, শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীরের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন সিপিএম নেতা ও আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় থানায় এবিষয়ে তাঁর সঙ্গে কথা বলে পুলিশ। শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীরকে গ্রেফতারের দাবিতে রবিবার যদুবাবুর বাজার থেকে মিছিল করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। দায়ের করা হয় লিখিত অভিযোগ। 

 

 

আরও দেখুন



Source link