আবির দত্ত, কলকাতা: অশান্ত মুর্শিদাবাদ (Murshidabad Waqf Protest), আজ থেকে মঙ্গলবার পর্যন্ত মুর্শিদাবাদে বন্ধ ইন্টারনেট পরিষেবা। মঙ্গলবার রাত ১০ অবধি বন্ধ ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। নবান্নের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা ও বীরভূমের একাংশে বন্ধ ইন্টারনেট পরিষেবা।
ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করলেও এখনও তাড়া করছে আতঙ্ক। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ হওয়ার পর থমথম করছে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। সুতি থেকে ধুলিয়ান, জলঙ্গি থেকে জঙ্গিপুর। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত কয়েক দিন ধরে অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। থমথমে সুতি, সামশেরগঞ্জের একাধিক এলাকায় লাগাতার টহল দিচ্ছে পুলিশ ও বিএসএফ। কলকাতা হাইকোর্টের নির্দেশে পরিস্থিতি সামাল দিতে শনিবারই মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নেমেছে। ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জ মিলিয়ে ১৭ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ সূত্রে খবর, সুতি-সামশেরগঞ্জে অশান্তির ঘটনায় গ্রেফতারির সংখ্য়া শতাধিক। তবে উত্তপ্ত পরিস্থিতি মধ্যেও যেন কোনও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা দেখা যাচ্ছে। পুলিশের আশ্বাস মেলার পর সামশেরগঞ্জের রতনপুরে একটি ওষুধের দোকান খুলেছে। যেখানে শুক্রবার ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং গুজব ছড়ানো আটকাতে এবার মুর্শিদাবাদে বন্ধ রাখা হল ইন্টারনেট পরিষেবা। জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা ও বীরভূমের একাংশে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে নবান্ন।
মুর্শিদাবাদের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ তৃণমূল বিধায়ক। ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন, ” এটা জঙ্গিপুর পুলিশের গাফিলতির জন্য…তাঁরা যদি গ্রাসরুটে বা তাঁদের স্থানীয় থানা এলাকায় যেসব ঘটনা ঘটেছে, সঠিক তথ্য যদি দিত, উনি(ডিজি)যখন কালকে তড়িঘড়ি আসলেন, আগে যদি তাঁর (ডিজি) আসার প্রয়োজনীয়তা দেখা দিত, নিশ্চয় তাহলে কাল যখন আসতে পেরেছেন , দু’দিন আগেও আসতে পারতেন। তাঁরা এটাকে হালকাভাবে নিয়েছে।” যদিও পুলিশের দাবি, পরিস্থিতি এখন আগের তুলনায় ভাল। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় বলেন, “এখন পরিস্থিতি অনেকটা ভাল আছে। আমি একটাই অনুরোধ করব আপনাদের মাধ্যমে কেউ গুজবে কান দেবেন না, অনেক রকম গুজব ভাসছে। যদি কারও কোনও সন্দেহ থাকে, আমাদের কন্ট্রোলরুমে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন।”
আরও দেখুন