কলকাতা : মুর্শিদাবাদ থেকে অনেক আক্রান্ত যেমন একদিকে মালদার বৈষ্ণবনগরের স্কুলের ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন, তেমনই অনেকে আশ্রয়ের খোঁজে পৌঁছে গিয়েছেন ভিন রাজ্যে। ঝাড়খণ্ডের ত্রাণশিবিরে গিয়ে আশ্রয় নিয়েছেন তাঁরা। চোখেমুখে এখনও আতঙ্কে । সেদিনের কথা মনে পড়লে, এখনও তাঁরা আতঙ্কে শিউরে উঠছেন।
সেদিনের ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে এক ঘরছাড়া বলেন, “হঠাৎ কিছু লোক আমাদের বাড়ির উপরে চড়াও হয়। ইট-পাটকলে যা আছে, লাথির পর লাথি। প্রাণ বাঁচাতে কী করব ভেবে পাচ্ছি না। কোনও রকমে একটা রুমে সবাই মিলে…কাকা-জেঠু সবাই ছিল। একটা রুমে কোনও রকমে আশ্রয় নিই। জানালা-দরজায় সমানে ধাক্কা দিচ্ছিল। কেউ বলছে আগুন লাগিয়ে দে। রুখতে আর পারলাম না। এর মধ্যে আমার এক খুড়তুতো ভাই বেরিয়ে গিয়ে বলে, আমাদের কী ভুল হয়েছে ? যদি কোনও অন্যায় করে থাকি তো ক্ষমা করে দে। ওরা বলে, তোদের কোনও ক্ষমা নেই। এক একজনকে কাটব। ১০০ নম্বরে ডায়াল করেও…রাত দেড়টার সময় বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছি।”
বিস্তারিত আসছে…
আরও দেখুন