NOW READING:
পিছন থেকে ধাক্কা বাইকে, শিশু-সহ একই পরিবারের ৪ জনকে পিষে দিল ডাম্পার ! উত্তেজনা সামশেরগঞ্জে
April 1, 2025

পিছন থেকে ধাক্কা বাইকে, শিশু-সহ একই পরিবারের ৪ জনকে পিষে দিল ডাম্পার ! উত্তেজনা সামশেরগঞ্জে

পিছন থেকে ধাক্কা বাইকে, শিশু-সহ একই পরিবারের ৪ জনকে পিষে দিল ডাম্পার ! উত্তেজনা সামশেরগঞ্জে
Listen to this article



<p><strong>রাজীব চৌধুরী, সামশেরগঞ্জ :</strong> জাতীয় সড়ক দিয়ে বাইক নিয়ে যাওয়ার পথে এক শিশু-সহ চার জনকে পিষে দিল ডাম্পার। দুর্ঘটনায় একই পরিবারের চার জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মঙ্গলবার রাত ৮টা নাগাদ মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম এজাজ শেখ, তৌহিদ শেখ, জাহুল শেখ এবং দুই বছরের শিশু আসিফ শেখ। সকলের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা থানার অন্তর্গত উত্তর মহাদেবনগর গ্রামে।&nbsp;</p>
<p><strong>কী ঘটনা ?</strong></p>
<p>এরা বাইকে ডাকবাংলা দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। সেই সময় পিছন থেকে ধাক্কা মেরে পিষে দেয় ডাম্পারটি। ইতিমধ্যেই ওই ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। এদিকে দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে সামশেরগঞ্জের ডাকবাংলা জামিয়া কাটানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ বাহিনী।</p>
<p><strong>দুর্ঘটনা আরও…</strong></p>
<p>এদিনই সাত সকালে অফিস টাইমে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায় দক্ষিণ কলকাতায়। ই এম বাইপাসের ওপর অভিষিক্তা মোড়ের কাছে দুর্ঘটনায় আহত হন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ। প্রিন্স আনোয়ার শা রোড কানেক্টরে ৩টি গাড়ির সংঘর্ষে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন।&nbsp;</p>
<p><strong>কীভাবে দুর্ঘটনা</strong></p>
<p>সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসার পর আত্মীয়র সঙ্গে অটোয় বাড়ি ফিরছিলেন বৃদ্ধ। স্থানীয়দের দাবি, ভুল রুটে এসে একটি অ্যাপ ক্যাব প্রথমে অটোয় ধাক্কা মারে। এরপরই পাশ দিয়ে যাওয়া গাড়ির সঙ্গে অটোর ধাক্কা লাগে। ৩টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ গিয়ে ওই বৃদ্ধ এবং অটোর চালককে উদ্ধার করে।</p>
<p><strong>মত্ত অবস্থায় ছিলেন চালক</strong></p>
<p>স্থানীয়দের অভিযোগ, গাড়ি চালানো শিখছিলেন অ্যাপ ক্যাবের চালক। তিনি মত্ত অবস্থায় ছিলেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ক্যাব চালক। ঠিক কী কারণে এমন ভুল রুটে অ্যাপ ক্যাব ঢুকে পড়ল, খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা পুলিশের তরফে এতবার সতর্ক করা সত্ত্বেও মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনা ঘটেই চলেছে। স্বাভাবিক ভাবে ফের প্রশ্নের মুখে পথ নিরাপত্তা।&nbsp;</p>
<p>দিনকয়েক আগেই চিপস কিনতে গিয়ে প্রাণ যায় ৫ বছরের এক শিশুর। জলপাইগুড়িতে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মোহিতনগরে ঘটে দুর্ঘটনাটি। ঘটনার প্রতিবাদে লরি ভাঙচুর করে উত্তেজিত জনতা। মৃতদেহ নিয়ে পথ অবরোধ করা হয়। খবর কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। লরির চালককে গ্রেফতার করা হয়। শিশুটির জলপাইগুড়ি হরিজন বস্তি এলাকার বাসিন্দা ছিল।</p>



Source link