<p><strong>ভরতপুর :</strong> একের পর এক বিতর্কে জড়ানো হুমায়ুন কবীরের বিরুদ্ধে এবার দলেই ক্ষোভ ! ভরতপুরে খোদ দলীয় বিধায়কের বিরুদ্ধেই তৃণমূলের মিছিল বের হল। ‘গদ্দার’ বলে আক্রমণ করে ভরতপুরেই হুমায়ুনের বিরুদ্ধেই মিছিল অনুষ্ঠিত হল ! ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। যদিও, জেলা সভাপতির উস্কানিতেই মিছিল বলে পাল্টা দাবি করেছেন তৃণমূল বিধায়ক। কাল পাল্টা মিছিলের হুঁশিয়ারি দিয়ে তাঁর বক্তব্য, জেলা সভাপতিকে মানব না। বিধায়কের দাবি উড়িয়ে পাল্টা জেলা সভাপতি বলছেন, কিছুই জানা নেই।</p>
<p>হুমায়ুন কবীর বলেন, "ব্লক সভাপতি কী প্রোগ্রাম করেছেন, কুশপুত্তলিকা পুড়িয়েছেন বা আমরা বিরুদ্ধে বলেছেন…এনিয়ে আমি…ওই লেভেলের লোক না। আমি তাঁকে ব্লক সভাপতিও মানি না। আগামী কাল থেকে আমি অপূর্ব সরকারকে জেলা সভাপতিও মানব না, সেটা ঘোষণা করব। আমার ভরতপুরেই ঘোষণা করবেন আমার লোকরা। আমি কলকাতা যাব। আমার বিরুদ্ধে যেমন আজ করেছে…সম্পূর্ণ মদত অপূর্ব সরকার দিচ্ছেন। এই সাহসে করেছেন। আগামীকাল বিকাল ৪টের সময় ভরতপুরে কিষাণমাণ্ডির সামনে জমায়েত হবে। সেখানেও মিছিল বেরোবে।"</p>
<p>যদিও জেলা সভাপতি বলছেন, "কোথায় হয়েছে তা-ই জানি না। আমি মুখ্যমন্ত্রীর উদ্বোধন, ফ্লাড রিলিফ নিয়ে ব্যস্ত। এগুলো সম্পর্কে আমার কাছে কোনও খবর নেই।"</p>
<p>দিনকয়েক আগে চিকিৎসকদের হুঁশিয়ারি দেন হুমায়ুন কবীর। বহরমপুর মেডিক্যালের চিকিৎসক ও জুনিয়র ডাক্তারদের নিশানা করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। ‘জেল খেটে বেরোব যেদিন সেদিন বহরমপুর মেডিক্যাল কলেজে ৫০ হাজার লোক নিয়ে যাব’, বলে হুঙ্কার দেন তিনি।</p>
<p>হুমায়ুন কবীর বলেন, "ডাক্তারবাবুদের যে চলাফেরা, গতিবিধির ওপর লক্ষ্য রাখছি। বহরমপুর মেডিক্যাল কলেজে কী হয়, আর জুনিয়র ডাক্তারদের যে কী চলাফেরা …সরকারি বিল্ডিংয়ে থেকে …সরকারের বিদ্যুতের এসির হাওয়া খেয়ে, ফ্যাশনের হাওয়া খেয়ে…বিল্ডিংয়ে ঘুমিয়ে তাঁদের কী আচরণ আমি সব লক্ষ্য রাখছি। আমি যেদিন সামনাসামনি হব…প্রথমেই বলব যে আপনার কী করেছিলাম আমি যে আপনি আমার নামে এফআইআর করলেন। বহরমপুর থানা আবার আমার বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায়…আমি জামিন নিইনি । জামিন নেবও না। আমাকে গ্রেফতার করুক। জেলে ঢুকিয়ে দিক। জেল খেটে বেরোব যেদিন সেদিন বহরমপুর মেডিক্যাল কলেজে ৫০ হাজার লোক নিয়ে যাব। একা হুমায়ুন কবীর । দলকে ভাঙাব না। ৫০ হাজার লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ুন কবীরের আছে। জেল খেটে এসে যাব। সেদিন হিসেব-নিকেশ বুঝে নেব। বহরমপুর মেডিক্যালসের যাঁরা কর্ণধার যাঁরা বসে আছেন। আইএমএ অ্যাসোসিয়েশন দেখাচ্ছেন।" </p>
<p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em> </u></strong> </p>
Source link
‘গদ্দার’ বলে আক্রমণ করে ভরতপুরেই হুমায়ুনের বিরুদ্ধে মিছিল তৃণমূলের, কী বললেন TMC বিধায়ক ?
Read Time:4 Minute, 54 Second