ABP Ananda Live: ‘ধুলীয়ান শহরের যে নাগরিক পরিষেবা পানীয় জল থেকে শুরু করে পরিষ্কার এগুলো সব তদরকি করেছিলাম। এই মুহূর্তে ধুলীয়ান শহরে অনেকটাই পরিস্থিতির উন্নতি হয়েছে। মানুষ বুঝতে পারছে দুষ্কৃতীরা এই কাণ্ডটা ঘটিয়েছে। গতকালও যোগাযোগ করেছি। আমরা আবেদনও করেছি, এই ধুলীয়ান শহর আমাদের শতাব্দী প্রাচীন শহর, ঐতিহ্যময়, সম্প্রীতির শহর। আমরা কখনও এরকম ঘটনা দেখিনি, আমরা গর্ব করি’। বললেন সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক।
‘বাংলায় আগুন জ্বললে কার লাভ’? মুর্শিদাবাদে গন্ডগোল করানো হয়েছে বলে দাবি কুণালের, নিশানায় BSF ও BJP
মুর্শিদাবাদে অশান্তির জন্য এবার সীমান্তরক্ষী বাহিনী BSF-কে কাঠগড়ায় তুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি, BSF-এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে হামলাকারী ঢোকানো হয় মুর্শিদাবাদে। ইচ্ছাকৃত ভাবে, প্ররোচনা জুগিয়ে গন্ডগোল করানো হয়েছে। BSF-এর একাংশকে কাজে গালিয়ে দুষ্কৃতীদের দিয়ে হামলার পর সরানো হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন কুণাল। (Kunal Ghosh on Murshidabad Unrest)
আদালতের নির্দেশে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নেমেছে। তবে ইতিমধ্যেই তিন জনের প্রাণ চলে গিয়েছে। আজও একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে। সেই আবহেই সাংবাদিক বৈঠক করে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন কুণাল। তিনি বলেন, “বিজেপি-র পাতা ফাঁদে পা দেওয়া হচ্ছে। এটা করবেন না। আমাদের কাছা মারাত্মক সব অভিযোগ আসছে। এই সব অভিযোগগুলি খতিয়ে দেখতে, যথাযথ তদন্তের অনুরোধ করছি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।” (Anti Waqf Protests in Murshidabad)