# Tags
#Blog

বাবরি মসজিদের পাল্টা রাম মন্দির হবে মুর্শিদাবাদেই! হুমায়ুনের পাল্টা ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার

বাবরি মসজিদের পাল্টা রাম মন্দির হবে মুর্শিদাবাদেই! হুমায়ুনের পাল্টা ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার
Listen to this article


অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা হুমায়ুনের, পাল্টা মুর্শিদাবাদেই রামমন্দির তৈরির ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠনের।  ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চান হুমায়ুন।  পাল্টা মুর্শিদাবাদেই রামমন্দির তৈরির ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার। 

বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ জানিয়েছেন, ‘হুমায়ুন কবীর যিনি নিজের দলেই সম্মান পান না, ধমক খান। তার কথার উত্তর দেওয়া অপ্রাসঙ্গিক। মুর্শিদাবাদ জেলায় আমরা রামমন্দিরের অনুকরণে মন্দির তৈরি করতে চাইছি। ভরতপুর, রেজিনগর, সাগরদিঘিতে রামমন্দির তৈরির জন্য জমির প্রস্তাব পেয়েছি। অযোধ্যার মতো মুর্শিদাবাদে রামমন্দির বানাব, জানুয়ারি থেকে কাজ শুরু করা হবে। সব রাজনৈতিক নেতাদেরই আহ্বান জানাচ্ছি। করসেবার মাধ্যমেই শুরু করব এই কাজ।’                                     

এবিপি আনন্দকে তিনি এও বলেন, ‘আমার সোশাল মিডিয়ায় এই পোস্ট করার পরই বিপুল সাড়া পাই। প্রথমে ভেবেছিলাম একটা রামমন্দির করব। এখন হয়তো অনেকগুলো করতে হবে।’ 

পশ্চিমবঙ্গেই বাবরি তৈরি করতে চান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এমনটাই জানিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্য়ায় বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সামনের বছর সেই দিনেই মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করতে চান এই জেলারই তৃণমূল বিধায়ক হুমায়ুন। তিনি এও বলেন, ‘দলকে জানানোর প্রয়োজন কি। আমাদের দলে এই সব চলে না। এটা একজন সংখ্যালঘু মানুষ হিসাবে করতে চাই। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তবে অবশ্যই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে ভিত্তিপ্রস্থ স্থাপন করার সময়।’ এদিনও নিজের এই বক্তব্যই অনড় থাকেন হুমায়ুন। 

আরও পড়ুন, ‘ট্রেলার দেখালাম, বাংলাদেশ না শুধরালে এবার পুরো সিনেমা দেখাব’, হুঙ্কার শুভেন্দুর

এদিকে, তৃণমূলের বাংলাদেশ-পন্থীরাই এখানে নতুন করে বাংলাদেশ তৈরির চেষ্টা করছে, আক্রমণ বিজেপি নেতা রাহুল সিনহার। 

প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর, অযোধ্য়ায় বাবরি মসজিদ ধ্বংস করেছিল করসেবকরা। সেই সময় থেকেই বিজেপির প্রধান রাজনৈতিক অস্ত্র ছিল অযোধ্যা। অবশেষে ২০১৯ সালে সুপ্রিম কোর্ট রায় দেয়, অযোধ্য়ার জমি রামলালার। এবছর ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয়েছে রামমন্দিরের।  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal