NOW READING:
বাঁকুড়ার সোনামুখীর পর এবার মুর্শিদাবাদের রানিতলায় আক্রান্ত পুলিশ
March 13, 2025

বাঁকুড়ার সোনামুখীর পর এবার মুর্শিদাবাদের রানিতলায় আক্রান্ত পুলিশ

বাঁকুড়ার সোনামুখীর পর এবার মুর্শিদাবাদের রানিতলায় আক্রান্ত পুলিশ
Listen to this article



<p>ABP Ananda Live: জেলায় জেলায় আক্রান্ত পুলিশ। বাঁকুড়ার সোনামুখীর পর এবার মুর্শিদাবাদের রানিতলায় আক্রান্ত পুলিশ। রানিতলায় মাটি পাচার রুখতে যাওয়া পুলিশকে ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ। সিভিক ভলান্টিয়ারকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ। মাটি পাচার রুখতে গিয়ে আক্রান্ত সাব ইনস্পেক্টর, কনস্টেবল, সিভিক ভলান্টিয়ার-সহ চারজন। পুলিশ সূত্রে খবর, গতকাল পিরোজপুর ঘাটের কাছে মাটি কেটে ট্রাক্টরে করে চলছিল মাটি পাচার আটকাতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে রানিতলা থানার পুলিশ। বেশ কয়েকজনের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। ধৃতরা ইসলামপুর থানা এলাকার বাসিন্দা।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<h2>মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাতে পুরমন্ত্রীর বাড়িতে গিয়ে ইস্তফা দিলেও সকালে অবস্থান বদল</h2>
<p>এখনই ইস্তফা নয়, চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে, অপেক্ষায় আছি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাতে পুরমন্ত্রীর বাড়িতে গিয়ে ইস্তফা দিলেও সকালে অবস্থান বদল! এখনও পদে থাকতে অনড় পুরপ্রধান। যত বড় প্লেয়ারই আসুক, সেখানে আমি খেলব- পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, মলয় রায়।</p>



Source link