ABP Ananda Live: ওয়াকফ-আঁচে মুর্শিদাবাদে মৃত ৩। হাইকোর্টের নির্দেশে নামল কেন্দ্রীয় বাহিনী। নীরব দর্শক নয় কোর্ট। রাজধর্ম মনে করিয়ে বার্তা বিচারপতির। দুর্বৃত্তদের গ্রেফতারির নির্দেশ। শান্তিরক্ষার তাগিদে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে BSF-কে কাজ করার নির্দেশ হাইকোর্টের। মুর্শিদাবাদে নৈরাজ্যের আগুন, ৩ জনের মৃত্যু, নামল কেন্দ্রীয় বাহিনী । সরকারকে রাজধর্ম মনে করিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। যুদ্ধকালীন তৎপরতায় দুর্বৃত্তদের ধরার নির্দেশ হাইকোর্টে। সামশেরগঞ্জ গেলেন ডিজিপি রাজীব কুমার। ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জে পুলিশের রুটমার্চ। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মন্তব্য হাইকোর্টের প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কড়া পদক্ষেপ করতে হবে’ । শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনাই এখন আদালতের মূল লক্ষ্য’ । মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দিয়ে মন্তব্য বিচারপতি সৌমেন সেনের। শুক্রবার সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে সুতি থানার সাজুর মোড় এলাকায় অবরোধ চলছিল। সেই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।