NOW READING:
আতঙ্ক সারা মুর্শিদাবাদ জুড়ে, নববর্ষের চোখে জল
April 15, 2025

আতঙ্ক সারা মুর্শিদাবাদ জুড়ে, নববর্ষের চোখে জল

আতঙ্ক সারা মুর্শিদাবাদ জুড়ে, নববর্ষের চোখে জল
Listen to this article


ABP Ananda Live: ভয়ের নাম মুর্শিদাবাদ, নববর্ষেও নবাবের জেলায় শুধুই আতঙ্ক! ভিটেমাটি ছেড়ে মুর্শিদাবাদ থেকে মালদায়, ত্রাণ শিবিরে হাহাকার। সামশেরগঞ্জ, ধুলিয়ান থেকে সুতি, চারিদিকে তাণ্ডবের ক্ষতচিহ্ন! প্রাণে বাঁচতে ঘরছাড়া বহু মানুষ, মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় আশ্রয়। সামশেরগঞ্জে মিষ্টির দোকানে ভাঙচুর, লুঠপাঠ। পয়লা বৈশাখে ক্ষতির সম্মুখীন বিক্রেতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে পুলিশের দাবির মধ্যেই ফের হামলা! নতুন করে উত্তপ্ত সামশেরগঞ্জের জাফরাবাদ । পুলিশ-কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে দুষ্কৃতী হামলা! । জাফরাবাদেই নৃশংসভাবে খুন হরগোবিন্দ, চন্দন দাস । মহম্মদ সেলিম, মীনাক্ষীরা গ্রাম ছাড়তেই ইটবৃষ্টি । আমবাগান থেকে দুষ্কৃতী হামলা, পিছু হটতে হল বাহিনীকে । প্রাথমিকভাবে পিছু হটলেও এলাকায় ঢুকল বিশাল বাহিনী। সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনে গ্রেফতার ২। ১২ এপ্রিল হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দনকে বাড়ি থেকে বের করে নৃশংসভাবে হত্যা। বীরভূম ও মুর্শিদাবাদ থেকে ধৃত দুই ভাই কালু ও দিলদার নাদাব। নববর্ষে নিজের মাটিতেই ঘরছাড়া! প্রাণে বাঁচতে মুর্শিদাবাদ ছেড়ে মালদায় পালিয়ে এসেছেন শয়ে শয়ে মানুষ।



Source link