ABP Ananda Live: বর্তমানে মুর্শিদাবাদের জঙ্গিপুরের সুতি ও সামশেরগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। পোস্টে লেখা হয়েছে, বিক্ষোভকারীদের হটিয়ে দিয়েছে পুলিশ। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক। হিংসা ছড়ানোয় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। যেসব এলাকায় হিংসার ঘটনা ঘটেছে, সেখানে তল্লাশি চলছে। গুজব ছড়ানোয় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। শান্তি বজায় রাখার ও গুজব না ছড়ানোর আবেদন জানানো হচ্ছে। কেন্দ্রীয় ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় প্রতিবাদের পারদ চড়ছে রাজ্যে। আইনের প্রতিবাদ ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার আমতলায়। পুলিশ সূত্রে খবর, বিচারাধীন বন্দিকে নিয়ে যাওয়ার সময় পুলিশের জিপ আটকে চলে ভাঙচুর, তাণ্ডব। বনেটে উঠে দাঁড়িয়ে পড়ে এক বিক্ষোভকারী।