মহিলাকে ভারতরত্ন পাইয়ে দেওয়ার নামে ‘প্রতারণা’, গ্রেফতার শিক্ষক !
![মহিলাকে ভারতরত্ন পাইয়ে দেওয়ার নামে ‘প্রতারণা’, গ্রেফতার শিক্ষক ! মহিলাকে ভারতরত্ন পাইয়ে দেওয়ার নামে ‘প্রতারণা’, গ্রেফতার শিক্ষক !](https://i0.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/05/e88b0e97e46e3d93a36ebd1178da05711725512702795219_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
মুর্শিদাবাদ: এক মহিলার অভিযোগে প্রাইমারি স্কুলের এক শিক্ষককে গ্রেফতার করল সুতি থানার পুলিশ। জানা গিয়েছে, সুতি থানার শেখপুরা প্রাইমারি স্কুলের শিক্ষক হাসানুজ্জামান ভারতরত্ন সহ একাধিক পুরস্কার পাইয়ে দেওয়ার নাম করে জাইরুল বিবির কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেয়। শুধু তাই নয় চাকরি পাইয়ে দাও নাম করেও টাকা আদায় করেন ঐ শিক্ষক, জাইরুল বিবির অভিযোগের ভিত্তিতে প্রাইমারি স্কুলের ওই শিক্ষককে গ্রেফতার করে থানার পুলিশ, অভিযুক্ত শিক্ষককে পাঠানো হয় জঙ্গিপুর আদালতে যদিও পুরো ঘটনা তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।
আরও পড়ুন, বর্ধমান ডেন্টাল কলেজের মধ্যেই মহিলা ইনটার্নকে কুপ্রস্তাব-শ্লীলতাহানির অভিযোগ ! কাঠগড়ায় সিনিয়র চিকিৎসক
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন