<p>ABP Ananda Live: জাফরাবাদে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় এবার মুর্শিদাবাদেরই সুতি থেকে গ্রেফতার করা হল হামলার অন্যতম পাণ্ডাকে। পুলিশের দাবি, খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টায় সিসি ক্যামেরার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ও ভাঙচুর করেছিল ধৃত ইনজামুল হক। এই নিয়ে জো়ড়া খুনে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। এদিকে আজই, তথ্যপ্রমাণ সংগ্রহে ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে আতঙ্কের জাফরাবাদে গেল রাজ্য পুলিশের SIT। যদিও NIA তদন্তের দাবিতে অনড় নিহতদের পরিবার। আজ ফরেনসিক দল জাফরাবাদে গিয়ে নমুনা সংগ্রহ করে। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে উন্মত্ত বিক্ষোভকারীদের হিংসার বলি হতে হয়েছে ধুলিয়ানের জাফরাবাদের বাসিন্দা বাবা-ছেলেকে। বাড়ি থেকে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে থেঁতলে নৃশংসভাবে খুন করা হয় সত্তর বছরের হরগোবিন্দ দাস এবংতাঁর ছেলে চন্দন দাসকে।</p>
Source link
জাফরাবাদে ফরেনসিক দল, করা হল নমুনা সংগ্রহ
