মুর্শিদাবাদের সুতিতে মিলল অবৈধভাবে আধার, প্যানকার্ড চক্রের হদিশ
ABP Ananda Live: জাল পাসপোর্ট চক্রের সামন্তরালভাবে চলত জাল পরিচয়পত্র তৈরির কাজ। এবং সেই জাল পরিচয়পত্রের সাহায্যেই তৈরি হয়ে যেত জাল পাসপোর্ট। মুর্শিদাবাদের সুতিতে এবার অবৈধভাবে আধার, প্যানকার্ড চক্রের হদিশ মিলল। আইটি হ্যাক করে অবৈধভাবে তৈরি করা হচ্ছিল এই সমস্ত আধার এবং প্যানকার্ড। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
স্যালাইন কাণ্ডে অবস্থার অবনতি তিন প্রসূতির, গ্রিন করিডর করে আনা হচ্ছে কলকাতায়
মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডে গুরুতর অসুস্থ তিন প্রসূতি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিন প্রসূতিকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। গ্রিন করিডর করে, লাইফ সাপোর্ট দিয়ে কলকাতার SSKM হাসপাতালে আনা হচ্ছে তাঁদের। মেদিনীপুর মেডিক্যাল কলেজেের ভেন্টিলেশনে ছিলেন দুই প্রসূতি। এক প্রসূতি ছিলেন ICU-তে। (Medinipur Saline Death)
পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সরঙ্গী জানিয়েছেন, প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা পড়ে গিয়েছে। কাল সন্ধের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়বে। যে তিন প্রসূতির অবস্থা আশঙ্কাজনক, গ্রিন করিডর করে কলকাতার SSKM-এ আনা হচ্ছে। বিশেষ অ্যাম্বুল্যান্সে, ক্রিটিকাল কেয়ার এবং ভেন্টিলেশন সাপোর্টে কলকাতা আনা হচ্ছে তাঁদের। SSKM-এ শয্যার বন্দোবস্ত করা হচ্ছে। ১৩ সদস্যের বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে। মোট চার প্রসূতি অসুস্থ। তবে একজনের অবস্থা তুলনামূলক ভাল। যাঁদের অবস্থা সঙ্কটজনক, তাঁদের কলকাতা আনা হচ্ছে।