NOW READING:
৮ দিন নিখোঁজ, ২ লক্ষ টাকা চেয়ে মোবাইলে মেসেজ ; অবশেষে এই অবস্থায় উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রী !
January 13, 2025

৮ দিন নিখোঁজ, ২ লক্ষ টাকা চেয়ে মোবাইলে মেসেজ ; অবশেষে এই অবস্থায় উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রী !

৮ দিন নিখোঁজ, ২ লক্ষ টাকা চেয়ে মোবাইলে মেসেজ ; অবশেষে এই অবস্থায় উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রী !
Listen to this article



<p><strong>অভিজিৎ চৌধুরী, ফরাক্কা : </strong>মর্মান্তিক ! গত ৮ দিন ধরে নিখোঁজ ছিলেন। শেষমেশ গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর পচাগলা দেহ। মৃত ছাত্রীর নাম দীপ্তি ভগত (২০) । মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে। উঠছে একাধিক প্রশ্ন। কারণ, একটি অচেনা ফোন নম্বর থেকে ২ লক্ষ টাকা দাবি করে মেসেজ এসেছিল। তার একদিনের মধ্যেই উদ্ধার হয় ছাত্রীর দেহ। এই পরিস্থিতিতে এটি আত্মহত্যা নাকি খুন তা নিয়ে ধন্দে রয়েছে পরিবার। তারা পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়-স্বজনরা।</p>
<p><strong>কী ঘটনা ?</strong></p>
<p>মালদার হরিশ্চন্দ্রপুর থানার বারদুয়ারি এলাকার বাসিন্দা দীপ্তি ভগত। গত রবিবার কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। কুলিক ট্রেনে করে যাওয়ার কথা ছিল রামপুরহাট। তারপর সেখান থেকে দুমকায় কলেজে যেতেন। মালদা টাউন স্টেশন পর্যন্ত বাড়ির সঙ্গে ফোনে কথাও হয় তাঁর। কিন্তু, তারপর নিখোঁজ। ফরাক্কা স্টেশনের সি সি টিভি ফুটেজে দেখা গেছে, সেখানে ট্রেন থেকে নেমে বেরিয়ে যাচ্ছেন ওই ছাত্রী। এরপর এনটিপিসি নেতাজি সেতু থেকে উদ্ধার হয় তাঁর ব্যাগ এবং মোবাইল। কিন্তু তারপর আর কোনও খোঁজ মিলছিল না।</p>
<p>শুক্রবার রাতে তাঁর পরিবারের কাছে অচেনা একটি নম্বর থেকে মেসেজ আসে। সেখানে বলা হয়, তাদের মেয়ে কোথায় রয়েছে তা তারা বলতে পারবে, যদি ২ লক্ষ টাকা দেওয়া হয়। তারপর এই দিন ফরাক্কার শংকরপুর ঘাট থেকে উদ্ধার হয় ছাত্রীর দেহ। কী এমন হয়েছিল যে ফারাক্কায় তাঁকে নামতে হয়েছিল। কোনও কিছু নিয়ে টানাপড়েন নাকি অন্য কোনও কারণ, উঠছে একাধিক প্রশ্ন।</p>
<p>গত বছর জুন মাসে পূর্ব বর্ধমানের কালনায় এক ছাত্রীর রহস্যমৃত্যু হয়েছিল। হাত বাধা, মুখে ওড়না গোঁজা ক্লাস নাইনের ছাত্রীর জলে ডোবা মৃতদেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। পূর্ব বর্ধমানের কালনার ধর্মডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে।&nbsp;</p>
<p>কালনার ধর্মডাঙ্গা এলাকার একটি পুকুর থেকে, ক্লাস নাইনের ছাত্রী নার্গিস খাতুনের মৃতদেহ ভাসতে দেখা যায়। মৃতের পরিবার পরিজনরা তখন দাবি করেন, প্রণয় ঘটিত কারণে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে নিয়ে যায় । নান্দাই পঞ্চায়েতের দুপসা এলাকার বাসিন্দা নার্গিস, খরিনান হাই স্কুলে ক্লাস নাইনের ছাত্রী ছিল।</p>



Source link