<p><strong>সাগরদিঘি :</strong> <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://bengali.abplive.com/topic/mamata-banerjee" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>ের পর এবার হুমায়ুন কবীর, ফের শাসকদলের নিশানায় কার্তিক মহারাজ । হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্পাদক কার্তিক মহারাজকে আক্রমণে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ‘SP থাকার সময় ডেকে পাঠিয়েছিলাম, ভয়ে আসেননি কার্তিক মহারাজ। ঘাড় ধরে ঢুকিয়ে দেব এই ভয়ে ডাকার পরেও আসেননি কার্তিক মহারাজ।’ সাগরদিঘি গিয়ে কার্তিক মহারাজকে তীব্র আক্রমণে ডেবরার তৃণমূল বিধায়কের।</p>
<p>হুমায়ুন বলেন, "সমাজে যদি আতঙ্কবাদী, খারাপ লোক থাকে, সব জায়গায় আছে। এই যে কার্তিক মহারাজ, আমার সময় চুপ করে থাকতেন। আমি যতদিন এসপি ছিলাম, ওঁকে একবার ডেকেছিলাম। ভয়ে আসেননি। কী একটা কারণে বলেছিলাম ডেকে পাঠাতে। ভয়ে আর আসেননি। ট্যাঁ-ফু করতেন না। জানতেন, ঘাড় ধরে ঢুকিয়ে দেবে। আমি তো কাউকে রেয়াত করিনি। ক্রিমিনালদের কাউকে রেয়াত করিনি। কার্তিক মহারাজকে চেনেন তো, নাম শুনেছেন তো ? এই মাঝে মাঝে গন্ডগোল লাগায় যে লোকটা। উনি সবসময় একটা সাম্প্রদায়িক হাঙ্গামা লাগানোর চেষ্টা করেন।"</p>
<p>এর জবাবে বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজ বলেন, "আমাদের যাঁরা আইনের আছেন, তাঁদের সঙ্গে পরামর্শ করে আইনি ব্যবস্থা নেব। " </p>
Source link
‘আমার সময়ে চুপ করে থাকতেন, জানতেন ঘাড় ধরে ঢুকিয়ে দেবে…’,TMC বিধায়কের নিশানায় কার্তিক মহারাজ
