NOW READING:
এখনও চিহ্নিত করতে পারিনি কারা এসেছিল, ওদের তুলনায় সংখ্যায় অনেক কম ছিলাম:আহত পুলিশকর্মী
April 14, 2025

এখনও চিহ্নিত করতে পারিনি কারা এসেছিল, ওদের তুলনায় সংখ্যায় অনেক কম ছিলাম:আহত পুলিশকর্মী

এখনও চিহ্নিত করতে পারিনি কারা এসেছিল, ওদের তুলনায় সংখ্যায় অনেক কম ছিলাম:আহত পুলিশকর্মী
Listen to this article



<p>ABP Ananda Live: ‘আমরা এখনও চিহ্নিত করতে পারিনি যে কারা এসেছিল। ওদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ করে তারা উত্তেজিত হয়ে যায় এবং ইট বৃষ্টি শুরু করে। এতটাই উত্তেজিত হয়েগিয়েছিল আমরা সেই সময় ওদের আটকাতে না পেরে আমরা সরে গিয়েছিলাম। পরবর্তীতে ফিরে এসে আমরা দেখছি আমাদের বাইকে আগুন লাগানো হয়েছে। ওদের তুলনায় সংখ্যায় আমরা অনেক কম ছিলাম’, বললেন আহত পুলিশকর্মী।</p>
<p>&nbsp;</p>
<p>দিকে দিকে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প করা হোক এরকমই বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভের মাধ্যমে অনেকেই দাবি তুলছেন। দেড় লক্ষ টাকা জমিয়ে বাড়ির বেশ কিছু জিনিস করছিলেন। ভাবছিলেন, সুখে সংসার করবেন। শ্রমিকের কাজ করার জন্য একজন বাইরে থাকেন। বাকি ৮ সদস্য থাকতেন বেদবনা গ্রামে। সেই বেদবনা গ্রামে কখনো যাদের দাদা-জেঠা-কাকু বলে ডাকেন, তারা বাড়িতে এসে তাণ্ডব করবে, কখনো ভাবেননি বনবাসী মণ্ডল। তাঁর জমানো টাকা, তাঁর অল্প অল্প করে কেনা টুকিটাকি জিনিসপত্র সব নষ্ট করে দেওয়া হয়েছে। গত সাত-আট বছর ধরে তিনি বিভিন্ন সময়ে ঋণ নিয়ে যে জিনিসগুলো করেছেন, তা সব নষ্ট। সব হারিয়ে আজ মালদার বৈষ্ণবনগরের স্কুলের ত্রাণশিবিরে এসে আশ্রয় নিয়েছেন বনবাসী। এই পরিস্থিতিতে কবে বাড়ি ফিরতে পারবেন বুঝতে পারছেন না। অভিযোগ জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কাছে। সমস্যার সুরাহা হবে কি ? আশা নিয়ে এভাবেই ত্রাণশিবিরে দিন কাটাচ্ছেন বনবাসী।</p>



Source link