<p>ABP Ananda Live: ‘মুর্শিদাবাদ-মালদা জুড়ে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে’। ‘ঘরছাড়ারা ধীরে ধীরে ঘরে ফিরে আসছেন’। ‘এলাকা শান্তিপূর্ণ থাকলেও, তার মানে কিন্তু এই নয়, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে’। ‘এলাকাজুড়ে গুজবের দাপট এখনও কমেনি, সেই জন্যই ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে’। ‘জঙ্গিপুরে ধীরে ধীরে দোকানপাট খুলছে’, ‘পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন এলাকায় চলছে রুটমার্চ’। ‘বাইরের রাজ্য থেকে কিছু না জেনে সোশাল মিডিয়ায় নানারকম পোস্ট করা হচ্ছে’। ‘হিংসাকাণ্ডে গ্রেফতারের সংখ্যা ২০০-র বেশি’। ‘যাঁরা অপরাধী, তাঁদের প্রত্যেককে ধরা হবে’। ‘একটা প্ররোচনা থেকে এই কাণ্ড ঘটেছে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না’। ‘গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে’, মন্তব্য এডিজি আইনশৃঙ্খলার। </p>
<p> </p>
<p><strong>সামশেরগঞ্জ ও ধুলিয়ানের অলিতে গলিতে টহল দিচ্ছে বিএসএফ</strong></p>
<p>সামশেরগঞ্জ ও ধুলিয়ানের অলিতে গলিতে টহল দিচ্ছে বিএসএফ। বাড়ির ছাদ থেকে সরাতে বলা হচ্ছে জমিয়ে রাখা পাথর, ইটের টুকরো। এদিকে মুর্শিদাবাদ অশান্ত হয়ে ওঠার পর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ শাসক দলের বিধায়ক। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি এখন আগের তুলনায় ভাল। </p>
Source link
‘একটা প্ররোচনা থেকে এই কাণ্ড ঘটেছে’, মুর্শিদাবাদের ঘটনায় মন্তব্য এডিজি আইনশৃঙ্খলার
