NOW READING:
বড়ঞায় ৫ বছরের শিশুকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ
December 8, 2024

বড়ঞায় ৫ বছরের শিশুকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ

বড়ঞায় ৫ বছরের শিশুকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ
Listen to this article



<p>ABP Ananda Live: বড়ঞায় ৫ বছরের শিশুকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। বিষয়টি জানাজানি হতে অভিযুক্তকে গণপিটুনি দেন গ্রামবাসীরা। পরে ওই যুবককে গ্রেফতার করে বড়ঞা থানার পুলিশ।</p>
<p>অভিযোগ, গতকাল বাড়ির সামনে খেলার সময় ৫ বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে ওই যুবক। পরে জঙ্গল থেকে শিশুকে উদ্ধার করেন পরিবারের লোকেরা। নির্যাতিত শিশু কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষ চরমে, এবার কলকাতা দখলের ডাক। ‘৪ দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ভারত তো দূরের কথা আমেরিকারও আমাদের সামনে টিকবে না’, ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের। মিছিলের ভিডিও পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের।&nbsp;</p>
<p>ইউনূসের বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষ, এবার হুমকি ওপারের অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের। ভারত বিরোধিতায় সুর চড়াল বাংলাদেশ সেনার অবসরপ্রাপ্ত কর্তাদের একাংশ। হিন্দুদের ওপর হামলার মধ্যেই ভারতের বিরোধিতায় ঢাকায় মিছিল। ঢাকায় প্রাক্তন সেনাকর্মীদের মিছিলে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান। এ কোন বাংলাদেশ? ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা?&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>



Source link