বাংলাদেশ থেকে এপারে এসে চুপচাপ বসবাস, পুলিশি জিজ্ঞাসাবাদে উত্তর ভুল, তারপর যা হল..
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ওপারে এখনও হিন্দু বিদ্বেষ অব্যহত। সীমান্তে প্রায় নিত্যদিনই অশান্তি লেগেই আছে। তারই মাঝে এবার ফের দুজন অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেফতার করল সাগরপাড়া থানার পুলিশ।
জানা গিয়েছে, সাগরপাড়া থানার পুলিশ সাগরপাড়া থানার চর কাকমারি এলাকায় নাকা তল্লাশি চালানোর সময়, দুজন ব্যক্তিকে সন্দেহ হয় পুলিশের। তারপরেই সাগরপাড়া থানার পুলিশ তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করে। কোনও সঠিক উত্তর না দিতে পারায়, পুলিশের সন্দেহ বেড়ে যায়। তারপরেই তাঁদেরকে জিজ্ঞেস করা হয় । তাঁরা কী করতে ভারতে এসেছিল ? আজ কোথায় যাচ্ছিল ?
তারপরেই তাঁরা বলেন, গত কয়েক মাস আগে আসামের সীমান্তবর্তী বর্ডার এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল তারা। তারপরই আজ তারা ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা এঁকেছিল সাগরপাড়া থানার চর কাকমারি বর্ডার দিয়ে। এরপরেই তাদের দুজনকে গ্রেফতার করে সাগরপাড়া থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, আজ দুজনের নামে একটি কেস রেজিস্টার করে সাগরপাড়া থানা থেকে, বহরমপুর জেলা জজ আদালতে পাঠাচ্ছে সাগরপাড়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম কেরামত মাল ও সালাম বেদ, তাদের দুজনেরই বাড়ি বাংলাদেশের ঢাকায়।
অনুপ্রবেশ নিয়ে সম্প্রতি বিস্ফোরক দাবি করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে এইরকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফর অনেক ভিতরকার কাজ। এতে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু প্রিন্ট আছে।’ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত, কোনও জঙ্গি ধরা পড়ত না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স। বাংলাকে অশান্ত করার জন্য।’ আর এবার অনুপ্রবেশের জন্য় কে দায়ী মোদি সরকার, না মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার, তা নিয়ে বিজেপি-তৃণমূলের লড়াইয়ের মধ্য়েই নতুন তত্ত্ব শোনা গেল কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়।
আরও পড়ুন, সরস্বতী পুজোর দিনে লোকালয়ে ‘ইন্দ্রের বাহন’ !
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন,’চার্জে কে? নর্থ-ইস্টের মন্ত্রী কে? সুকান্ত। সুকান্ত মজুমদার। তাহলে সুকান্ত মজুমদার এগুলো করাচ্ছে। মেঘালয়ের থেকে দিয়ে দিয়ে বর্ডারের থেকে দিয়ে BSF-কে দিয়ে ছাড়িয়ে উনি করাচ্ছেন এগুলো।সমস্ত জঙ্গিদের। জঙ্গি আনছে ওরা।জিতলই তো অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য। ও জিতলই তো তাই।’ পাল্টা উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘পাগলে কী না বলে ছাগলে কী না খায়… অনুপ্রবেশ করিয়েছি এবং সেই ভোটে নাকি জিতেছি। ভোটে জিতেছি আগে তারপরে আমি মন্ত্রী হয়েছি। তো ক্রোনোলজি সম্পর্কেও আইডিয়া নেই।’
আরও দেখুন