NOW READING:
৫ বছর পর তৃণমূলের হাত থেকে পার্টি অফিস পুনরুদ্ধার সিপিএমের, ডোমকলে চলল যোগদানপর্বও
July 5, 2025

৫ বছর পর তৃণমূলের হাত থেকে পার্টি অফিস পুনরুদ্ধার সিপিএমের, ডোমকলে চলল যোগদানপর্বও

৫ বছর পর তৃণমূলের হাত থেকে পার্টি অফিস পুনরুদ্ধার সিপিএমের, ডোমকলে চলল যোগদানপর্বও
Listen to this article



<p><strong>রাজীব চৌধুরী, ডোমকল :</strong> বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই মুর্শিদাবাদের ডোমকলে উলটপুরাণ। দীর্ঘ পাঁচ বছর পর ডোমকলে, তৃণমূলের হাত থেকে পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিএম। সেই সঙ্গে তৃণমূল থেকে বাম শিবিরে নাম লেখালেন ডোমকল পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের একাধিক কর্মী-সমর্থকেরা। দল বদলেই তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুললেন সদ্য যোগদানকারীরা। যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।</p>
<p>তৃণমূলের পার্টি অফিসে উড়ল লাল পতাকা। মুর্শিদাবাদের ডোমকলে, তৃণমূলের হাত থেকে পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিএম। সেইসঙ্গে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই, তৃণমূল ছেড়ে সিপিএম-এ যোগ দিলেন ডোমকল পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। সেইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন তাঁরা।</p>
<p>তৃণমূল থেকে সিপিএম-এ যোগদানকারী আক্কাস মোল্লা বলেন, টাকা-পয়সা একেবারে লুঠেপুটে খাচ্ছে। সেইজন্য আমরা প্রতিজ্ঞা করেছি এই দল আর করব না। আমরা সিপিএমকে শক্ত করে ধরব। গরিব মানুষের দল সিপিএম। সিপিএমকে ভালোবেসে সিপিএমে যোগ দিয়েছি।&nbsp;</p>
<p>যদিও ডোমকল ৪৪ নং বুথ তৃণমূল সভাপতি বাবর আলি মণ্ডল বলেন, "এখানে সিপিএমের কোনও লোকজনও ছিল না, যোগদানও হচ্ছিল না। কিছু মাত্র পিকনিক করবে বল একটা বাড়িতে…বাড়িতে বসে ফিস্ট খাওয়া-দাওয়া করে যাওয়ার সময় এরকমভাবে ছবি করে নিয়ে চলে গেছে। এখানে তৃণমূলের কোনও দুর্নীতি নেই।" &nbsp;</p>
<p>স্থানীয় সূত্রে খবর, এককালে ডোমকল পুরসভার এই ১৬ নম্বর ওয়ার্ড কার্যত সিপিএম-এরই দখলে ছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় সিপিএম থেকে তৃণমূল যোগ দেন একাধিক কর্মী। কিন্তু অভিযোগ, গত ৫ বছরে আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্প বন্ধ হয়ে গেছে এই এলাকায়।</p>
<p>ডোমকল পুরসভার ১৬ নং ওয়ার্ডের তৃণমূল থেকে সিপিএম-এ যোগদানকারী সুজন মণ্ডল বলেন, "ঘর দেব বলে টাকা তুলে ঘর দিচ্ছে না গরিব মানুষকে। সেইজন্য সিপিএমে যোগ দিলাম। রাস্তাঘাটে কোনও উন্নয়ন নেই। খালি বসে থাকছেন এমএলএ সাহেব, আর এমএলএ-র ভাই।"&nbsp;</p>
<p><a title="বিধানসভা নির্বাচন" href="https://bengali.abplive.com/topic/assembly-election-2023" data-type="interlinkingkeywords">বিধানসভা নির্বাচন</a>ের কয়েক মাস আগে, বৃহস্পতিবার, CPM-এর ডোমকল এরিয়া কমিটির সম্পাদকের হাত ধরে ঘরওয়াপসি হল এই স্থানীয় বাসিন্দাদের।</p>
<p>ডোমকলের সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, "দুর্নীতি। সীমাহীন দুর্নীতি। এগুলো আর মানুষ মেনে নিতে পারছে না। গরিব মানুষ ঘর পাচ্ছে না। তাঁরা এই সমস্ত অভিযোগ করে আমাদের দলে যোগ দিয়েছেন।" &nbsp;</p>
<p>যদিও ডোমকলের ১৬ নং ওয়ার্ড তৃণমূল সভাপতি জাহাঙ্গির মণ্ডল বলেন, "’২৬-এ বিধানসভা ভোট, এতে TMC ছাড়া কোনও ভোট নেই। কোনও জেলা এবং ব্লকে। ওরা কৌশল খুঁজছে। এতে ওদের লাভ হবে না। আখেরে ক্ষতিই হবে। কারণ, মিথ্যা অভিযোগ কখনো মানুষ প্রশ্রয় দেয় না।" &nbsp;&nbsp;</p>
<p>ডোমকলের এই উলটপুরাণ কি বিধানসভা ভোটে ডিভিডেন্ড দেবে সিপিএমকে? উত্তর মিলবে আগামী দিনে।</p>



Source link