<p><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">ABP Ananda Live: মুর্শিদাবাদেরকাণ্ডের প্রতিবাদে ধুলিয়ানে সুকান্তু মজুমদারের নেতৃত্বে বিজেপির মিছিল। মুর্শিদাবাদেরকাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি। মিছিলের সামনেই রয়েছেন সুকান্ত মজুমদার। তিনি নেতৃত্ব দিচ্ছেন এই মিছিলের। মুর্শিদাবাদে যেভাবে অশান্তি হয়েছে, হিংসা হয়েছে ধুলিয়ান, সামশেরগঞ্জ, জঙ্গিপুরে এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে পথে বিজেপি। </span></p>
<p>পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার ঘটনায় কড়া ব্যবস্থা না নিয়ে হুমকি নির্লজ্জ পাকিস্তানের রেলমন্ত্রীর। গলা কাটার হুমকির পর এবার নির্লজ্জ পাকিস্তানের মুখে পরমাণু-হুমকি। ‘জল বন্ধ করলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক ভারত। পাকিস্তানের কাছে ১৩০টি পারমাণবিক অস্ত্র আছে, সেগুলি মডেল বানানোর জন্য রাখা হয়নি। ভারত জানেই না পাকিস্তানের কোথায় পরমাণু অস্ত্র লুকোনো আছে।’ সিন্ধু চুক্তি স্থগিতের পর হুমকি সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের।</p>
<p>এ প্রসঙ্গে পাল্টা জবাব দিলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। তিনি বলেন, "পাকিস্তানের থেকে এরকম মাঝেমধ্যেই পরমাণু-হুমকি আসে। পৃথিবীতে যতগুলো পরমাণু শক্তিধর দেশ আছে, কখনো পরমাণু কথাটা মুখ দিয়ে বের করে না। ভারতও করে না। এই মুহূর্তে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ চলছে, রাশিয়া একবারও বের করেনি। আরও অনেক জায়গায় যুদ্ধ চলে। আমরা কখনো শুনিনি নিউক্লিয়ার কথাটা বের করতে। এটা একটা অদ্ভুত থ্রেট, আমরা যা ইচ্ছা করে যাব, আর যদি তোমরা কখনো তার বিরুদ্ধে ব্যবস্থা নাও, তাহলে আমরা পরমাণু-হুমকি দেব। এই হুমকিটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে পারে না। এর আগে ইমরান খান ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি যেখানে-সেখানে পরমাণুর কথা বলতেন। এখন তিনি জেলে আছেন। এবার এই ভদ্রলোক বলছেন এবং যে মিজাইলগুলোর নাম নিলেন, যেসব মানুষ তারা তো আফগানিস্তানের লোক ছিল। পাকিস্তানের মিজাইলে আফগানিস্তানের লোকেদের নাম কেন ? এখন তো ডুরান্ড লাইন নিয়ে পাকিস্তান আর আফগানিস্তান নিজেদের মধ্যে মারপিট করছে। ওঁরা কি নিশ্চিত যে ভারত জানে না ?</p>
Source link
মুর্শিদাবাদেরকাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি,সুকান্তু মজুমদারের নেতৃত্বে মিছিল
