কলকাতা : ‘আমি এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশমন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাই।’ ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে ব্যাট ধরলেন হুমায়ুন কবীর। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তাঁর পাশাপাশি অভিষেকের নেতৃত্বের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন সৌগত রায়, কুণাল ঘোষেরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে কোন পদে দেখতে চান, তা নিয়ে সাম্প্রতিককালে তৃণমূলের একাধিক নেতা বিভিন্ন ইচ্ছাপ্রকাশ করেছেন। কেউ অবিলম্বে প্রশাসনে অর্থাৎ মন্ত্রিসভায় দেখতে চান তাঁকে, কেউ আবার কোন সালে অভিষেককে মুখ্য়মন্ত্রী দেখতে চান, তাও জানিয়েছেন। এক ধাপ এগিয়ে এর আগেই মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর তাঁকে উপ-মুখ্যমন্ত্রী পদে দেখতে চান বলে জানিয়েছিলেন ! একই স্বরে এবারও সেই দাবি তুললেন।
এবার কী বললেন হুমায়ুন ?
হুমায়ুন বলেন, “মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যত তাড়াতাড়ি সম্ভব, ওঁর একটু লোড কমার দরকার। উনি তিনবারের মুখ্যমন্ত্রী। এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন। কিন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার এখনই দরকার। কারণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন, বা রাজ্য প্রশাসনে থাকেন, তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন। আমরা ইচ্ছা করলেও, তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারি না। আমাদের নিজের কথা বলতে পারি না। আবেদন-নিবেদন। আমরা সেই কারণেই বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অনেকটা দায়িত্ব নিয়ে নেন, তাহলে আমার মনে হয় তাঁদের এই পিসি-ভাইপো যে কম্বিনেশন, তাতে পশ্চিমবঙ্গের মানুষ অনেক উপকৃত হবেন। আমি এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশমন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাই।”
তাৎপর্যপূর্ণ বিষয় হল, এর আগেও অভিষেককে উপ মুখ্য়মন্ত্রী পদে দেখতে চাওয়ার নেপথ্য়ে হুমায়ুন কবীরের গলায় উঠে এসেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাজের লোডের প্রসঙ্গ। যে লোডের কথা সম্প্রতি শোনা গেছে সৌগত রায়ের গলাতেও। এর আগে ৭ নভেম্বর এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছিলেন, ‘সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক, তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কান্ডারী। মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক। মমতাদির নেতৃত্ব চলতে থাকুক, আর তার মধ্যেই আগামীর পদধ্বনি হতে থাকুক বাংলার রাজনৈতিক সামাজিক চালচিত্রে।’
২০২৬ সালের বিধানসভা ভোটের এখনও বছর দেড়েক বাকি। তার আগে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকারে অভিষেক হবে ? বর্তমানে স্বরাষ্ট্র দফতর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনি কি তা অভিষেকের হাতে তুলে দেবেন ?
আরও দেখুন