# Tags
#Blog

আমি জেলা ভাগও চাইছি না রাজ্য ভাগও চাইছি না,আমি শাসনের পরিবর্তন চাইছি: বহরমপুর বিজেপি বিধায়ক

আমি জেলা ভাগও চাইছি না রাজ্য ভাগও চাইছি না,আমি শাসনের পরিবর্তন চাইছি: বহরমপুর বিজেপি বিধায়ক
Listen to this article



<p>ABP Ananda LIVE: ‘আমি জেলা ভাগও চাইছি না রাজ্য ভাগও চাইছি না। আমি শাসনের পরিবর্তন চাইছি। এবং বর্তমান শাসক দলের যে নোংরা রাজনীতি এই দুটো মিলে মিশে এমনভাবে একটা অচব অবস্থা সৃষ্টি করছে আমাদের মতন সনাতনী সংস্কৃতি সম্পন্ন মানুষের ওপর টিকে থাকা ভীষণভাবে মুশকিল’, আক্রমণ বহরমপুর বিজেপি বিধায়কের।</p>
<p>আদালতের নির্দেশে নিজেদের জমিতে বেআইনি পাঁচিল ভাঙার অপরাধে তৃণমূলের হাতে আক্রান্ত হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি পরিবার। বাড়িতে চড়াও হয়ে মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠল গিরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান কারু শেখের অনুগামীদের বিরুদ্ধে। তাঁর জমিতে অন্য লোক বেআইনিভাবে পাঁচিল তুলেছে। এই অভিযোগে জঙ্গিপুর আদালতের দ্বারস্থ হন রঘুনাথগঞ্জের ওই জমি মালিক। আদালতের নির্দেশে গতকাল পুলিশের সামনেই পাঁচিল ভাঙা হয়। অভিযোগ, পুলিশ ফিরে যেতেই জমি মালিকের বাড়িতে হামলা চালায় তৃণমূল উপপ্রধানের অনুগামীরা। চলে ভাঙচুর, মারধর। আক্রান্ত চারজন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জনরোষের ফল, ঘটনায় তৃণমূল-যোগ অস্বীকার করেছেন উপপ্রধান। মোদির নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। মাঝপথেই বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী। &nbsp;বাংলা নিয়ে বঞ্চনার কথা বলতেই মাইক বন্ধ। বিজেপির মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হলেও মাত্র ৫ মিনিট দেওয়ার অভিযোগ মমতার। বক্তব্যের মাঝপথেই মাইক বন্ধ করার অভিযোগ মমতার, খারিজ কেন্দ্রের।&nbsp;</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal