NOW READING:
‘জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে’, আতঙ্কে এককাপড়ে ঘরছাড়া ধুলিয়ানের বহু পরিবার; মালদার স্কুলে আশ্রয়
April 13, 2025

‘জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে’, আতঙ্কে এককাপড়ে ঘরছাড়া ধুলিয়ানের বহু পরিবার; মালদার স্কুলে আশ্রয়

‘জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে’, আতঙ্কে এককাপড়ে ঘরছাড়া ধুলিয়ানের বহু পরিবার; মালদার স্কুলে আশ্রয়
Listen to this article



<p><strong>করুণাময় সিংহ, মালদা :</strong> অশান্ত মুর্শিদাবাদ থেকে এক কাপড়ে মালদায় পালিয়ে আসতে বাধ্য হয়েছে একাধিক পরিবার। সামশেরগঞ্জের ধুলিয়ান থেকে মালদার বৈষ্ণবনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন প্রায় ৫০০ জন। অভিযোগ, তাঁদের বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। বিএসএফের সহযোগিতায় কোনও রকমে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন।</p>
<p>এক মহিলা বলেন, "আমরা খুব দুঃখের মধ্যে এসেছি এখানে। আমাদের বাড়ি নেই, ঘর নেই। সংসারের যা জিনিস ছিল সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। পেট্রোল লাগিয়ে দিয়েছে। বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়েছে। জলের ট্যাঙ্কে বিষ দিয়ে দিয়েছে। আমরা কী খাব ? কী করেই বা থাকব। কাল বিকালে এসেছি। আমাদের এখান থেকে নৌকা পাঠিয়েছিল। পুলিশে পৌঁছে দিয়ে গেছে।"&nbsp;</p>
<p>অপর এক মহিলা বলেন, "ট্যাঙ্ক ভেঙে দিয়েছে। জলও খেতে দেয় না। চাল পাক মেরে দিয়েছে, মুড়ি পাক মেরে দিয়েছে, মুড়ি-বিস্কুট সব পাক মেরে দিয়েছে। সকাল থেকে তিনটে বাচ্চা না খেয়ে আছে। পরিবারের সবাই আমরা না খেয়ে আছি। এখানে এসে আহার পড়ল। ভয়ে পালিয়ে এসেছি। আমাদের ওখানে যত বাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে। আমরা বিএসএফ থাকতেই পালিয়ে এসেছি।"</p>



Source link