NOW READING:
সাগরে মুড়িগঙ্গা নদীর বাঁধে ধস, আতঙ্ক স্থানীয়দের মধ্যে
April 14, 2025

সাগরে মুড়িগঙ্গা নদীর বাঁধে ধস, আতঙ্ক স্থানীয়দের মধ্যে

সাগরে মুড়িগঙ্গা নদীর বাঁধে ধস, আতঙ্ক স্থানীয়দের মধ্যে
Listen to this article



<p>ABP Ananda LIVE : পূর্ণিমার কোটালের&nbsp;জেরে ভোররাতে হঠাৎ ধস নামল সাগরে মুড়িগঙ্গা নদীর বাঁধে। প্রায় ১৫০ ফুট এলাকা জুড়ে ধস নেমেছে বলে জানা গিয়েছে। ধস নামার পরেই উপকূলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা এসেছেন। এলাকাবাসীদের দাবি, এখনই নদী বাঁধ মেরামত না করা হলে, পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হবে। জল বাড়লে আরও বড় অংশ জুড়ে ধসের সম্ভাবনা রয়েছে।</p>
<p>&nbsp;</p>
<p><strong>সামশেরগঞ্জ ও ধুলিয়ানের অলিতে গলিতে টহল দিচ্ছে বিএসএফ</strong></p>
<p>সামশেরগঞ্জ ও ধুলিয়ানের অলিতে গলিতে টহল দিচ্ছে বিএসএফ। বাড়ির ছাদ থেকে সরাতে বলা হচ্ছে জমিয়ে রাখা পাথর, ইটের টুকরো। এদিকে মুর্শিদাবাদ অশান্ত হয়ে ওঠার পর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ শাসক দলের বিধায়ক। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি এখন আগের তুলনায় ভাল।&nbsp;</p>



Source link