কলকাতা: একসময় লোকসভা ভোটে নিজের নাম না শুনে বেজায় চটে দল ছেড়েছিলেন। ফিরে গিয়েছিলেন বিজেপিতে। সেসময় তাঁকে আফশোস করতে শোনা গিয়েছিল অর্জুনকে। যে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরাটা ‘ভুল’ সিদ্ধান্ত ছিল। রাতারাতি অফিস ঘর থেকে সরেছিল মমতার ছবি। সেই জায়গায় স্থান পেয়েছিলেন মোদি। এদিকে দলবদলের পর তিনি গেরুয়া শিবিরের প্রার্থী পদও পেয়েছিলেন। তবুও বহু অঙ্ক কষেও শেষ রক্ষা হয়নি। মুকুট গিয়েছিল শাসক প্রার্থীর মাথায়। আজ পুর দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিয়ে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অর্জুন সিংহ। বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মারার চেষ্টা করছেন’ !
পুর দুর্নীতি মামলায় ভবানী ভবনে অর্জুন সিংহের হাজিরা। ভবানী ভবনে অর্জুন সিংহ-কে জিজ্ঞাসাবাদ CID-র। সোমনাথ শ্যামের দায়ের করা মামলায় অর্জুনকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। ভাটপাড়া পুরসভা ও সমবায় ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগ। সমবায় ব্যাঙ্কে ১৩ কোটি টাকার দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ। অর্জুন সিংহ ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগ । CID সূত্রে খবর, প্রয়োজনে বিজেপি নেতাকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।এদিন অর্জুন সিংহ বলেন,’মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মারার চেষ্টা করছেন। ভয় পেয়ে বিরোধীদের কোণঠাসা করতে চাইছেন মমতা। আগেও সিআইডি ডেকেছে, সময় নষ্ট হয়েছে। এবারও ডেকেছে সময় নষ্ট করতে।’
আরও পড়ুন, ত্রিকোণ প্রেমে দেহ ৬ টুকরো ! প্লাস্টিকে মুড়ে মুন্ডু খালের ধারে, হুগলির নারকীয় খুনে ফাঁসির সাজা ৮ জনের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
বিস্তারিত আসছে…
আরও দেখুন