জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেস্তরাঁয় খাবার খেতে গিয়ে জঘন্য অভিজ্ঞতার সম্মুখীন। মাঞ্চুরিয়ানের মধ্যে পাওয়া গেল আস্ত ইঁদুরের বাচ্চা। তা দেখেই চোখ কপালে গ্রাহকের। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ‘পার্পল বাটারফ্লাই হোটেল’-এ। সঙ্গে সঙ্গেই হোটেলের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কয়েকজন মহিলা রেস্তরাঁয় জান খাবার খেতে।
আরও পড়ুন, Seema Kumari’s struggle story | ছেঁড়াখোঁড়া ডাহু গ্রামের সীমা পাহাড় ডিঙিয়ে স্বপ্ন দেখাচ্ছেন হার্ভার্ডে!
কিন্তু তাদের জন্য় যে সাংঘাতিক অভিজ্ঞতা অপেক্ষা করছে তা কল্পনাও করেননি তাঁরা। গ্রেভির মধ্যে থেকেই পাওয়া গেল মরা ইঁদুরের বাচ্চা। এরপরই আতঙ্ক তৈরি হয়েছে গ্রাহকদের মনে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News