জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ের কুরলা এলাকাতে পথচারীদের বাসের ধাক্কা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা পথচারীদের, ঘটনাস্থলে মৃত ৬। বাসের চালককে আটক করা হয়েছে, আহতরা চিকিত্সাধীন। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০-৪০ টি গাড়িতে ধাক্কা মারে বাসটি। মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। বাসটি ছিল বৃহানমুম্বই ইলেক্ট্রিক সাপ্লাইয় বোর্ডের। আন্ধেরি থেকে কুরলার দিকে যাচ্ছিল বাসটি। পথে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন, One Nation One Election: ‘এক দেশ, এক ভোট’, সংসদের চলতি অধিবেশনেই বিল পেশ মোদী সরকারের!
আচমকাই সামনে থাকা সারি সারি গাড়িতে ধাক্কা মারতে শুরু করে বাসটি। প্রায় ১০০ মিটার ধরে সামনে এগিয়ে চলে বাসটি। শেষে উঠে পড়ে ফুটপাথে। এমনকী পিষে দেয় পথ চলতি মানুষকেও। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দ্রুত গতিতে ছুটে চলা বাসটি প্রথমে একটি অটো রিকশাকে ধাক্কা মারে। এর পর ২০০ মিটার দুরত্বের মধ্যে গাড়ি, মোটরসাইকেলে পর পর ধাক্কা মারতে থাকে। পিষে দেয় রাস্তার পাশ দিয়ে চলতে থাকা সাধারণ মানুষকেও।
ভয়াবহ এই ঘটনা দেখে ছুটে আসেন আশেপাশের লোকজন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তথ্য অনুসারে, কুরলা স্টেশন থেকে যে বাসটি ছেড়েছিল, তার ব্রেক ফেল হয় এবং চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক ভয় পেয়ে ব্রেক চাপার পরিবর্তে এক্সিলারেটরে চাপ দিলে বাসের গতি বেড়ে যায়। সে বাসটিকে নিয়ন্ত্রণ করতে না পেরে ৩০-৩৫ জনকে ধাক্কা মারে, অনেক মানুষ মারা গেছে, ৪ জনের অবস্থা গুরুতর। আহতদের সায়ন হাসপাতাল, রাজাওয়াদি হাসপাতাল এবং অন্যান্য বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন, World’s Richest Beggar: দুনিয়ার সবচেয়ে ধনী ভিখারি একজন ভারতীয়, তার সম্পদের পরিমাণ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)