Best Stocks To buy: এই ধরনের স্টকের (Stock Price) জন্যই মুখিয়ে থাকেন বিনিয়োগকারীরা (Investment)। একবার এই স্টক হাতে এলে কোটিপতি (Crorepati) হওয়া কেবল সময়ের অপেক্ষা। জেনে নিন, এই স্টকের নাম (Penny Stock)। যা ১লাখ ৮০ হাজার টাকা থেকে হয়েছে ৯৮৪ কোটি।
কোন ধরনের বিনিয়োগকারীরা এই স্টকে ঢুকবেন
বাজারে অনেক ধরনের বিনিয়োগাকারী দেখতে পাবেন আপনি। কেউ বড় কোম্পানি বা ব্লুচিপ সংস্থায় বিনিয়োগ করেন। সেই ক্ষেত্রে ভরসার এই কোম্পানিগুলি নির্দিষ্ট সীমার মধ্য়ে লাভ দিয়ে থাকে। পাশাপাশি ভারতের শেয়ার বাজারে এমনও অনেকে আছেন, যারা কম পয়সার পেনি স্টক কেনেন। যেগুলি পরবর্তীকালে তাদের বহুগুণ রিটার্ন দেয় । আজ এখানে এরকমই একটি স্টকের কথা বলব আমরা।
মাত্র তিন মাসে লাখপতিরা আরবপতি হয়েছেন
এই ব্যতিক্রমী স্টকের নাম এলসিড ইনভেন্টমেন্ট প্রাইভেট লিমিটেড। যেখানে মাত্র ১.৮ লাখ টাকা বিনিয়োগ করে ৯৮৪ কোটি টাকা রিটার্ন পেয়েছেন ইনভেস্টাররা। এই কোম্পানির শেয়ার প্রথমে ২০২৪ সালে জুনের ২১ তারিখ ট্রেড করে। ২০২১ সাল মাত্র ৯ দিন ট্রেডিং সেশনে এসেছে কোম্পানি। ২০২৩ সালে ট্রেডিং সেশনের সংখ্য়া ছিল মাত্র ২ দিন।
৬ মাসে ৫৬ হাজার গুণ রিটার্ন
মাত্র কিছু সময়ের মধ্য়েই এই কোম্পানির বাজার মূলধন বম্ব স্টক এক্সচেঞ্জে ৩৮০৪ কোটি টাকা হয়েছে গেছে। ৬ মাসে ৫৫,৭৫১ গুণ রিটার্ন দিয়েছে এই কোম্পানি, যা এক কথায় অবিশ্বাস্য। এই কোম্পানির সব মিলিয়ে শেয়ার হোল্ডারের সংখ্যা শুনলে আপনি অবাক হবেন। সংস্থায় পাবলিক শেয়ার হোল্ডারের সংখ্যা ৩২২ ও সব মিলিয়ে শেয়ার হোল্ডার ৩২৮। এই কোম্পানিতে পাবলিক শেয়ার হোল্ডাররা সংস্থার ২৫ শতাংশ শেয়ার নিয়ে রেখেছেন, যার সংখ্যা ৫০ হাজার।
এশিয়ান পেন্টসের সঙ্গে জড়িয়ে এই কোম্পানির নাম
অনেকেই প্রশ্ন করেন , কেন এই রকম ছোট কোম্পানিতে এত টাকার বাজার মূল্য হয়েছে। কারণ, এই পেনি স্টকের কোম্পানি আসলে ভারতের রং ও গৃহসজ্জার জগতে লিডার এশিয়ান পেন্টসের প্রোমোটার বা অন্য়তম মালিক। এলসিড ইনভেস্টমেন্ট গত কয়েক বছরে ধরে ২ থেকে সাড়ে ৩ টাকার মধ্য়ে ট্রেড করছিল। ২০০৬ সালে থেকে এই কোম্পানি এশিয়ান পেন্টসের প্রোমোটার। এশিয়ান পেন্টসে ২.৯৫ শতাংশ শেয়ার রয়েছে এলসিড ইনপভেস্টমেন্টের।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন এখানে : Ticket Booking Rules: এইভাবে টিকিট ক্যানসেল করলে পাবেন না রিফান্ড, নিয়ম কী জানেন ?
আরও দেখুন