Stock Market News: রাতারাতি স্টক মার্কেট থেকে কোটিপতি হওয়া যায় না একথা যেমন ঠিক, তেমনি স্টক মার্কেটে এমন অনেক শেয়ার আছে যেগুলি খুব কম সময়েই কোটিপতি করে দিয়েছে এর আগে। আর এমন স্টককেই বলা হয় মাল্টিব্যাগার স্টক। আয়ুষ ওয়েলনেস এমনই একটি স্টক যা বিনিয়োগকারীদের পকেট ভরিয়েছে মুনাফায়। আজ থেকে ৫ বছর আগে এই স্টকের দাম ছিল মাত্র ৪ টাকা। আর সেই ৪ টাকার স্টক থেকেই এসেছে ৪৯০০ শতাংশ মুনাফা। ২ জুলাই ২০২৫ তারিখে এই স্টকের দাম এখন হয়েছে ২০৬.৯৫ টাকা। গতকালের থেকে আজ যদিও এই শেয়ারের দাম ২ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে।
আয়ুষ ওয়েলনেস স্টকেই কোটিপতি হতেন
৫ বছরের হিসেবে এই স্টকের পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যাবে যে এই স্টকের দাম ৪ টাকা থেকে বেড়ে এখন হয়েছে ২০৬.৯৫ টাকা। অর্থাৎ মোট ৫ বছরে এই স্টকের দাম বেড়েছে ৪৯০০ শতাংশ। এক বছরে এই স্টক ৯৫০ শতাংশ রিটার্ন দিয়েছে। অর্থাৎ যদি কোনও বিনিয়োগকারী এই স্টকে ২ লক্ষ টাকা রাখতেন তাহলে ৫ বছর পরে আজকের দিনে তিনি রিটার্ন পেতেন ১ কোটি টাকা। ২ লাখ থেকেই ১ কোটির রিটার্ন।
টেলিমেডিসিন এবং হেলথকেয়ার সেক্টরের ক্রমবর্ধমান চাহিদার কারণেই এই স্টকের দাম এত বিপুল হারে বেড়েছে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন যে এই স্টকে আগামী দিনে আরও বিপুল মুনাফা আসতে পারে। আয়ুষ ওয়েলনেসের স্টকে অনেক ব্রোকারেজ সংস্থাই বাই রেটিং দিয়েছে। ১ জুলাই একটি আপডেটে বলা হয়েছে যে এই সংস্থা একটি রোগী পরিচালনা প্ল্যাটফর্ম ও নতুন টেলি-কনসালটেশন চালু করতে চলেছে আর এই কারণেই হু হু করে বেড়েছে স্টকের দাম। স্টক এক্সচেঞ্জে দেওয়া তথ্য অনুসারে আয়ুষ ওয়েলনেস জানিয়েছে সংস্থার বাজারমূল্য এখন ১.৬২ বিলিয়ন ডলারে উঠে এসেছে। এই সংস্থা এখন টায়ার ২ ও টায়ার ৩ শহরগুলিকে নজর করে তাদের বিস্তার ঘটাচ্ছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)