আইপিএল শুরুর আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মহেন্দ্র সিংহ ধোনির পছন্দের স্পিনার

Estimated read time 1 min read
Listen to this article


কলম্বো: তিন বছর চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলের (IPL) মঞ্চ মাতিয়েছেন। জিতেছেন ট্রফিও। মহেন্দ্র সিংহ ধোনির পছন্দের স্পিনার হিসাবে পরিচিত তিনি। এবারের আইপিএল শুরুর আগে সেই ক্রিকেটারই জীবনের নতুন শুরু করলেন। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মাহিশ থিকসানা (Maheesh Theekshana)।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বিলাসবহুল হোটেল শাংরি-লাতে থিকসানার বিবাহ সম্পন্ন হয়। বহু নামীদামি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাঁর স্ত্রীর নাম আর্থিকা ইয়োনালি। দুইজনের মিষ্টি কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার। সমর্থকরা নবদম্পত্তিকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানান। 

 


থিকসানাকে ২০২২ সালে ৭০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় সিএসকে। তারপর দলের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেন তিনি। ২০২৩ সালে হলুদ ব্রিগেডের হয়ে আইপিএলও জেতেন লঙ্কান তারকা। ২৭ ম্যাচে ৩১.৮৮ গড় ও ৭.৬৬ ইকোনমিতে ২৫টি উইকেট নিয়েছেন থিকসানা। কনিষ্ঠতম বোলার হিসাবে আইপিএলে এক ম্যাচে চার উইকেট নেওয়ার রোহিত শর্মার রেকর্ডও ভাঙেন ২৪ বছর বয়সি স্পিনার।

আসন্ন আইপিএলেও তাঁকে খেলতে দেখা যাবে। তবে সিএসকের জার্সিতে নয়। মেগা নিলামে ৪ কোটি ৪০ লক্ষ টাকায় রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে। রাজস্থানের জার্সিতেই তিনি এবার আইপিএলের মঞ্চ মাতাবেন। সেই টুর্নামেন্টে নামার আগেই বিয়েটা সেরে ফেললেন তিনি। 

আইপিএলে সিএসকেই সবথেকে বেশিবার খেতাব জিতেছে (মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ) সিএসকে। তবে জনপ্রিয়তায় এক দল তাঁদের এই টানা পাঁচ বছর পিছনে ফেলল। কোন দল? সেটি আইপিএলে বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতের ‘গার্ডেন সিটি’-র ফ্র্যাঞ্চাইজি সোশ্যাল ইনসাইডার এবং সিএম, দুই সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স টুলের বিচারে জনপ্রিয়তায় সবথেকে এগিয়ে। আবারও।

এই নিয়ে নাগাড়ে পাঁচ বছর। রিপোর্ট অনুযায়ী আরসিবির বিভিন্ন পোস্টে ফেসবুক, এক্স, ট্যুইটার, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার না না প্ল্যাটফর্ম মিলিয়ে মোট দুই বিলিয়ন প্রতিক্রিয়া এসেছে। এই প্রতিক্রিয়ার নিরিখে দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) থেকে কোহলিদের দল প্রায় ২৫ শতাংশ এগিয়ে। আরসিবি যে সোশ্য়াল মিডিয়াতে আরও উন্নতি করেছে, তা বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে তাঁদের ফলোয়ার সংখ্যা পাঁচ মিলিয়ন বাড়াতেই স্পষ্ট বোঝা যায়। 

আরও পড়ুন: হাতে টাকার বাণ্ডিল, একে একে কর্মচারীদের মধ্যে তা বিলিয়ে দিলেন রিঙ্কু সিংহ, ভাইরাল হল ভিডিও 

আরও দেখুন





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours