পারেন, শুধু ধোনিই পারেন, পরের আইপিএলে উদাহরণ তৈরি করতে পারেন ‘ক্যাপ্টেন কুল’
চেন্নাই: তিনি ট্রেন্ডসেটার। তিনি যা করেন, বাকি ক্রিকেটবিশ্ব তা অনুসরণ করে। ঠিক যেমন তিনিই বিশ্বকে প্রথম দেখিয়েছিলেন, সীমিত ওভারের ক্রিকেটে দল হিসাবে সাফল্য চাইলে বড় মাপের ক্রিকেটার নয়, প্রয়োজন ক্ষিপ্র গতির তরুণ তুর্কি। যাঁরা ফিল্ডিংয়েই ম্যাচ বার করে দেবে। তিনিই প্রথম দেখিয়েছিলেন, শেষ ওভার হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এমন সময়ে বাই রান আটকানোর জন্য উইকেটকিপার এক হাতের কিপিং গ্লাভস খুলে রেখে দাঁড়ালে বাড়তি সুবিধা পাবেন। ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়ও।
এবার কি ক্রিকেট মাঠে ফের এক উদাহরণ তৈরি করতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)? সব কিছু ঠিকঠাক চললে সেই সম্ভাবনা প্রবল। পরের আইপিএলে (IPL 2025) ইতিহাস তৈরি করতে পারেন ক্যাপ্টেন কুল।
কীভাবে?
ধোনিকে কি আর আইপিএল খেলতে দেখা যাবে? নাকি চেন্নাই সুপার কিংসের (CSK) জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মাহি? এই প্রশ্নের উত্তরের খোঁজে কোটি কোটি ধোনি ভক্তরা। ধোনি নিজে কয়েকদিন আগে এক অনুষ্ঠানে জানিয়েছেন, আইপিএলের নিলামের নিয়মকানুন জেনে তারপর তিনি সিদ্ধান্ত নেবেন।
আর এরপরই পাওয়া গিয়েছে একটি বড় আপডেট। শোনা যাচ্ছে, পরের আইপিএলের নিলামে ‘আনক্যাপড’ প্লেয়ার হিসাবে নাম থাকতে পারে ধোনির। যেহেতু তিনি ৪ বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। সেক্ষেত্রে অনেক কম দামে মাহিকে দলে নিতে পারবে সিএসকে। আনক্যাপড প্লেয়ার, অর্থাৎ যাঁরা জাতীয় দলে খেলেন না, তাঁদের রিটেন করার সর্বোচ্চ দল ৪ কোটি টাকা। যেখানে আগের আইপিএলের নিলামের আগে ধোনিকে ১২ কোটি টাকায় ধরে রেখেছিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সেখানে এবার এক তৃতীয়াংশ টাকা খরচ করে ধোনিকে ধরে রাখতে পারে সিএসকে।
এবং পুরোটাই হচ্ছে ধোনির ইচ্ছেয়। কারণ, ধোনি নিজে চান না তাঁর জন্য চেন্নাই সুপার কিংস এমন কিছু অর্থ খরচ করুক যে, ভাল দল গড়ার ক্ষেত্রে তা অন্তরায় হয়ে দাঁড়ায়। ধোনির পরামর্শেই তাই আনক্যাপড প্লেয়ার হিসাবে তাঁকে রিটেন করতে পারে সিএসকে, খবর সূত্রের। থালাকে ধরে রাখার জন্য আপাতত ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘোষণার অপেক্ষায় রয়েছে সিএসকে।
আরও পড়ুন: মেন উইল বি মেন, তাই না? আর জি কর কাণ্ডে গর্জে উঠলেন মহম্মদ সিরাজ়
আরও দেখুন