NOW READING:
EXPLAINED | MS Dhoni’s Stumping IPL 2025: চোখের পলকে চেকমেট, ৪৩ বছরেও আলোর গতিতে স্টাম্পিং ধোনির! নেপথ্যে কোন বিজ্ঞান?
March 29, 2025

EXPLAINED | MS Dhoni’s Stumping IPL 2025: চোখের পলকে চেকমেট, ৪৩ বছরেও আলোর গতিতে স্টাম্পিং ধোনির! নেপথ্যে কোন বিজ্ঞান?

EXPLAINED | MS Dhoni’s Stumping IPL 2025: চোখের পলকে চেকমেট, ৪৩ বছরেও আলোর গতিতে স্টাম্পিং ধোনির! নেপথ্যে কোন বিজ্ঞান?
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কে বলবে তাঁর বয়স ৪৩! কে বলবে যে এই মানুষটিই ২০২৩ সালে আইপিএল জেতার পরে হাসপাতালে ছুটেছিলেন আর্থোস্কোপিক রিপেয়ারের জন্য মাইক্রোসার্জারি করাতে! কে বলবে পাঁচ বছর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটার পাট চুকিয়ে ফেলেছেন। অবসরে শুধু খেলেনে টেনিস-গল্ফ। আর পেশাদার ক্রিকেট বলতে আইপিএল (IPL)। এহেন কিংবদন্তিই ধরে ধরে ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছেন। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

গতবছর বাজ পাখির মতো ছোঁ মেরে বল তালুবন্দি করে খবরে আসতেন এমএস ধোনি (MS Dhoni)। আর চলতি আইপিএলে চর্চায় তাঁর ‘লাইটনিং ফাস্ট স্টাম্পিং’! চোখের পলকেই চেকমেট করে দিচ্ছেন এই প্রজন্মের ক্রিকেটারদের! ধরে ধরে বোকা বানাচ্ছেন উইকেটের পিছনে দাঁড়িয়ে। চলতি আইপিএলে সিএসকের প্রথম ম্যাচ স্রেফ ০.১২ সেকেন্ডে মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদবকে স্টাম্প করেছিলেন। এবার দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফিল সল্টকে স্টাম্প করতে সময় নিলেন মাত্র ০.১৬ সেকেন্ড! 

‘দ্য় ম্যান,দ্য় মিথ, দ্য় লেজেন্ড’ তো আর ধোনিকে এমনি এমনিই বলা হয় না, বাইশ গজের সর্বকালের সেরা উইকেটকিপারদেরই একজন তিনি। তবে এখন প্রশ্ন ধোনি এই বয়সেও এমন অনায়াস দক্ষতায় কীভাবে স্টাম্পিং করে চলেছেন, কিংবদন্তির এহেন কীর্তির পিছনে ঠিক কোন বিজ্ঞান কাজ করছে? ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর জলের মতো বিষয়টি বুঝিয়ে দিয়েছেন।

শ্রীধর বলছেন, ‘অন্য উইকেটকিপাররা যেখানে তাদের হাতের কাজ করে উইকেটকিপিংয়ে, তখন ধোনি স্রেফ কবজির ব্যবহারে মাত করছে। যখন ধোনির হাত স্টাম্পের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই সামান্য কবজির মোচড়ে তা পিছনের দিকেও যাচ্ছে। আমার মতে, ধোনির হাত নিরাপদ নয় বরং শক্তিশালী, যা তাকে এমনটা করতে সাহায্য করে। এই কারণেই আপনি ধোনিকে দেখবেন না, বাকি কিপারদের মতো তার উইকেটের পাশ থেকে বল সংগ্রহ করতে। তার এমন করার কোনও দরকারই নেই, অন্য যে কোনও কিপারের সঙ্গে তুলনা করলে দেখা যাবে যে, পেরিফেরাল ভিশন (সবদিকে খেয়াল রাখে) বেশি ব্যবহার করে। যখন ধোনি বলের দিকে তাকাচ্ছে, তখন ওর চোখের কোণই দেখিয়ে দিচ্ছে যে কোথায় স্টাম্প আর কোথায় ব্যাটারের পা কোথায়।’ ধোনি মানেই যে জাদু, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: ইডেনে আইপিএল ফাইনালে কারা? ভবিষ্যদ্বাণী আইআইটি বাবার, চ্যাম্পিয়নের নামে বিরাট চমক…

আরও পড়ুন: আইপিএলের মাঝেই বিগ ব্রেকিং; ৩ নক্ষত্রের ভবিষ্যৎ নির্ধারণ বোর্ডের, অবসর নিলেন তিনি!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link