জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩ আইসিসি ও ৫ আইপিএল ট্রফি জয়ী কিংবদন্তি অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni) ! তিনি আদৌ আসন্ন আইপিএলে অংশগ্রহণ করবেন কিনা, তা নিয়ে রীতিমতো সন্দেহ ছিল অনুরাগীদের মনে। কারণ এক তো তাঁর বয়স! দ্বিতীয়ত মাহির অবসরের ভাবনা। তবে জল্পনার অবসান ঘটেছে গত ৩১ অক্টোবর। সকলকে স্বস্তির বার্তা দিয়ে চেন্নাই সুপার কিংস (CSK) ধোনিকে ধরে রাখে। যার অর্থ আসন্ন আইপিএলেও (IPL 2025) দেখা যাবে মাহি-ম্য়াজিক। ধোনি আইপিএল ছাড়া আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটই খেলেন না।
আরও পড়ুন: বির্তকের বড় ম্যাচ’, জোড়া লাল কার্ড! ৯ জনে খেলেও ইস্টবেঙ্গল পেল প্রথম পয়েন্ট
২০২০-র অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। ধোনির হাতে এখন অখণ্ড অবসর। আর সুযোগ পেলেই তিনি পরিবার নিয়ে ঘুরতে চলে যান দেশ-বিদেশে। মাহি এই মুহূর্তে সপরিবারে থাইল্যান্ডে। জিভা-সাক্ষীকে নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন। ধোনি নেটপাড়া থেকে বহু দূরে থাকেন। মোবাইল ফোনটিও সঙ্গে রাখেন না। ধোনির যাবতীয় আপডেট ভাইরাল ভিডিয়ো থেকেই পাওয়া যায়। আর নাহলে সাক্ষী যা শেয়ার করেন নেটপাড়ায়। সাক্ষী ও জিভার ইনস্টাগ্রাম হ্য়ান্ডেল থেকেই ধোনির ছহবি-ভিডিয়ো পোস্ট করা হল। সেখানে দেখা যাচ্ছে ধোনি সমুদ্রে শিশুর মতো দাপাদাপি করছেন। জিভা হাঁ করে দেখছেন বাবাকে।
সিএসকে রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি টাকা), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজার (১৮ কোটি) সঙ্গেই ধোনিকে ধরে রেখেছে। যেখানে বাকিরা পাচ্ছেন দুই অঙ্কের সেখানে ধোনি পাচ্ছেন মাত্র ৪ কোটি টাকা! ধোনি এক-দুই কোটি টাকা নয়, ৮ কোটি টাকা ছেড়ে দিয়েছেন। তিনি পেতেন ১২ কোটি টাকা। পাবেন ৪ কোটি টাকা।
একজন ক্যাপড ভারতীয় খেলোয়াড়ও আনক্যাপড হয়ে গিয়েছে এই আইপিএলে! যদি কোনও ক্রিকেটার নিলাম মরসুমের পাঁচ বছর আগে কোনও আন্তর্জাতিক ক্রিকেট (টেস্ট ম্যাচ, ওডিআই, টি২০ আন্তর্জাতিক) না খেলে থাকেন বা বিসিসিআই-এর সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে না থাকেন, তাহলে তিনি হয়ে যাবেন ‘আনক্যাপড’। এই নিয়ম শুধুই ভারতীয় খেলোয়াড়দের জন্য প্রযোজ্য। ২০২০-র অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। আগামী বছর তাঁর অবসরের পাঁচ বছর পূরণ হবে। কিন্তু আইপিএলের মেগা নিলাম হয়ে যাবে তার আগেই। ধোনি ‘আনক্যাপড’ হয়ে গেলেন। ৪ কোটি টাকায় তাকে ধরে রাখল সিএসকে।
আরও পড়ুন: ক্রিকেট ছেড়ে ‘ডাক্তারি’ শুরু পাক নক্ষত্রের! নেটপাড়ার চর্চায় বাবরের এই ভিডিয়ো…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)