NOW READING:
WATCH | MS Dhoni: ব্যাট হাতে নিয়ে রে রে করে তেড়ে গেলেন ধোনি! বিপক্ষের এই ক্রিকেটার নেটে ঢুকেই…
April 20, 2025

WATCH | MS Dhoni: ব্যাট হাতে নিয়ে রে রে করে তেড়ে গেলেন ধোনি! বিপক্ষের এই ক্রিকেটার নেটে ঢুকেই…

WATCH | MS Dhoni: ব্যাট হাতে নিয়ে রে রে করে তেড়ে গেলেন ধোনি! বিপক্ষের এই ক্রিকেটার নেটে ঢুকেই…
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল (IPL) ইতিহাসে সবচেয়ে সফল দুই দল-মুম্বই ইন্ডিয়ান্স ( Mumbai Indians, MI) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK)। পাঁচটি করে শিরোপা রয়েছে যাদের ট্রফি রুমে। তবে দুই দলই সম্প্রতি তলানিতে।

গত মরসুমে প্লেঅফের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে মুম্বই-চেন্নাই। বর্তমানে দুই দলই পয়েন্ট টেবলের নীচের দিকে রয়েছে। এমআই ছয় পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকলেও, সিএসকে এখনও পর্যন্ত মাত্র দুটি জিতেছে । এই মরসুমের শুরুতে দুই দল মুখোমুখি হয়েছে আগেই। 

আরও পড়ুন: চোখের জলে মাঠ ছেড়েছে বিস্ময় বালক, মোহিত গুগুল সিইও কী লিখলেন? অবাক পৃথিবী!

আইপিএলের ‘এল ক্লাসিকো’তে প্রথম সাক্ষাতে চেন্নাই শেষ হাসি হেসেছিল। রবিবার, আজ ওয়াংখেড়েতে চলতি লিগের ফিরতি ম্যাচ। এই মরসুমে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে চেন্নাই জিতেছিল মুম্বইয়ের বিরুদ্ধে। আর এদিন ধোনির চেন্নাই খেলবে হার্দিক পাণ্ডিয়ার মুম্বইয়ের বিরুদ্ধে। রুতুরাজ চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যাওয়া এই মরসুমে ফের দলের নেতৃত্বে মাহি।

ম্যাচের আগে নেটসেশনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। দেখা যায় যে, মুম্বইয়ের পেসার দীপক চাহার, ধোনিকে এসে কিছু একটা বলেছিলেন, যা শুনে চেন্নাইয়ের অধিনায়ক,  ব্যাট হাতে নিয়ে রে রে করে তেড়ে যান। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সিএসকে নেটপাড়ায় শেয়ার করার পর। 

আসলে ধোনি এবং চাহারের সম্পর্ক দুর্দান্ত। অতীতে ধোনির নেতৃত্বে চাহার ২০১৮-২০২৪ পর্যন্ত খেলেছেন। সিএসকে-র হয়ে জিতেছেন ট্রফিও। চলতি আইপিএলের প্রথম ‘এল ক্লাসিকো’তেও এই দুই ক্রিকেটারের সম্পর্কের সমীকরণ ফুটে উঠেছিল। ধোনিকে মাঠে কিছু একটা বলে ট্রোল করেছিলেন চাহার। খেলার পর চাহারকে পাল্টা দিতে ধোনি ব্যাট উুঁচিয়ে এগিয়ে গিয়েছিলেন। এবার দেখার এদিন কে জেতে আরবসাগরের তীরে!

আরও পড়ুন:  ‘দয়া করে আমাকে’…! করজোড়ে বিরাট বার্তা সৌরভের, নড়ে গেল রাজ্য-রাজনীতি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link