‘আমি সৃজিতকে শুধু অনুরোধ করেছিলাম…’, কলকাতায় ‘পদাতিক’ মুক্তিতে উপস্থিত থাকবেন মৃণাল-পুত্র

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:6 Minute, 50 Second


কলকাতা: আগামী ১৫ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ‘পদাতিক’ (Padatik)। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের (Mrinal Sen) জীবন, কাজ, তাঁর চিন্তাধারা সমস্তটাই একটা সিনেমায় ধরার চেষ্টা করেছেন পরিচালক। মুখ্য ভূমিকায় চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। আর বাবাকে নিয়ে তৈরি এই বায়োপিক দেখতে কলকাতায় উপস্থিত থাকবেন মৃণাল-পুত্র কুণাল সেন (Kunal Sen)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানালেন সেই কথা। 

কলকাতায় আসছেন কুণাল সেন, পরিচালকের আমন্ত্রণে দেখবেন ‘পদাতিক’

মার্কিন মুলুক থেকে কলকাতায় হাজির হচ্ছেন কুণাল সেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আমন্ত্রণে উপস্থিত থাকবেন ‘পদাতিক’ ছবির মুক্তিতে। কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার ঘণ্টাখানেক আগে সোশ্যাল মিডিয়ায় খানিক আবেগঘন মৃণাল পুত্র। বাবা-মায়ের একটি ছবি পোস্ট করে জানালেন তাঁর মনের অবস্থা। 

রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুণাল সেন লেখেন, ‘আর ১ ঘণ্টার মধ্যে আমি কলকাতার উদ্দেশে রওনা দেব, কিন্তু আমার আগের সমস্ত ট্রিপের থেকে এবারটা আলাদা। এর আগে যখন মা-বাবার সঙ্গে দেখা করতে যেতাম তার থেকে এটা আলাদা, কয়েকদিনের জন্য যাচ্ছি। আরও বড় পার্থক্য হচ্ছে, এবার, আমাকে সৃজিত আমন্ত্রণ জানিয়েছে ওঁর ছবি পদাতিকের উদ্বোধনে উপস্থিত থাকার জন্য। এটা, আমি জানি, আমার জন্য একটা অদ্ভূত অভিজ্ঞতা হতে চলেছে। এই ছবিটায় আমি দেখব আমার মা-বাবার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো প্রকাশ্যে আসতে, যার অধিকাংশ আমার স্মৃতিও বটে। আমি দেখব অপরিচিত মানুষেরা আমার বাবার চরিত্রে, আমার মায়ের চরিত্রে এমনকী আমার চরিত্রেও অভিনয় করছেন। খুব সংখ্যক মানুষই এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। বায়োপিক ব্যাপারটা অনন্য নয়, কিন্তু সাধারণত সেগুলি অনেক পরে গিয়ে তৈরি হয় যখন সেই মানুষটির সঙ্গে সরাসরি জড়িত লোকজন আর থাকেন না। এক্ষেত্রে, আমি ও এমন অনেক মানুষ যাঁরা বাবার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন, তাঁরা এখনও জীবিত।’

কিছুদিন আগেই মুক্তি পায় অঞ্জন দত্তের (Anjan Dutt) ছবি ‘চালচিত্র এখন’। সেখানে অঞ্জন-মৃণাল সাক্ষাৎ ও তাঁদের একসঙ্গে কাজের অধ্যায় পর্দায় তুলে ধরেন পরিচালক। সেই উল্লেখও নিজের পোস্টে করেন কুণাল সেন। তিনি লিখে চলেন, ‘অঞ্জনও একটি ছবি তৈরি করেছে যেখানে আমার বাবা একটি চরিত্র, কিন্তু ছবিটি ওঁর (মৃণাল সেন) জীবন নিয়ে তৈরি নয়। সেখানে একটি সংক্ষিপ্ত অধ্যায় তুলে ধরা হয় যখন অঞ্জন অভিনেতা হিসেবে আমার বাবার সঙ্গে কাজ করেছিলেন। প্রাথমিকভাবে সেই ছবি একটি সম্পর্কের, এবং সেটি ওঁর জীবনে প্রবেশ করেননি। কিন্তু পদাতিক সেখানে আলাদা হবে কারণ এতে বাবার গোটা জীবন ধরার চেষ্টা হয়েছে।’

এই ছবি তৈরিতে সৃজিতকে সাহায্য করেছেন কুণাল সেন, এই কথা পরিচালক একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছেন অকপটে। কুণাল সেনের কথাতেও তা উঠে আসে। তিনি লেখেন, ‘সমস্ত বায়োপিকই কাল্পনিক, কারণ কোনও মানুষ তাঁর শোয়ার ঘরের ভিতরে কী আলোচনা করছে কেউই তা জানতে পারে না। চলচ্চিত্র নির্মাতার কাজ হচ্ছে যে সমস্ত তথ্য উপলব্ধ আছে তার ওপর ভিত্তি করে বাকিটা কল্পনা করে নেওয়া। আমি এখনও সিনেমাটা দেখিনি, কিন্তু সেই সমস্ত পরিস্থিতি চাক্ষুষ করার কথা কল্পনা করতে পারি যেগুলো আমি নিজে দেখেছি বা এমনকী হয়তো অংশও নিয়েছি, কিন্তু সেগুলি হয়তো আমার আসল স্মৃতির সঙ্গে নাও মিলতে পারে। এটা খুব স্বাভাবিক এবং প্রত্যাশিত, কিন্তু সেটা আমার ওপর কীভাবে প্রভাব ফেলবে বুঝতে পারছি না। শুধু জানি এটা অনন্য অভিজ্ঞতা হতে চলেছে।’ তিনি আরও লেখেন, ‘সৃজিতের সঙ্গে একাধিক কথোপকথনের পরেও আমি ওঁর সৃজনশীল পদ্ধতিকে সম্মান করতে চেয়েছি। আমি ওঁকে কেবল একটাই অনুরোধ করেছিলাম, যে বাবার জীবনটাকে সমালোচকের নজরে দেখতে এবং নায়ক হিসেবে পুজো না করতে। আমার বাবা যদি কারও বায়োপিক তৈরি করতেন, আমি নিশ্চিত তিনিও পরিবারের কোনওরকমের হস্তক্ষেপ পছন্দ করতেন না।’

 

আরও পড়ুন: Shah Rukh Khan: লোকার্নো চলচ্চিত্র উৎসবে Pardo alla Carriera পুরস্কারে ভূষিত, শাহরুখ বললেন, ‘নমস্কার, ধন্যবাদ’

‘পদাতিক’ মুক্তি পাচ্ছে ১৫ অগাস্ট। ফ্রেন্ডস কমিউনিকেশনের প্রযোজনায় এই ছবি বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল ১৬ অগাস্ট যা আপাতত স্থগিত রাখা হয়েছে সে দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন



Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *