NOW READING:
Mpox: পূর্ব আফ্রিকায় মহামারীর আকার নিয়েছে mpox, ভারতেও চোখ রাঙাচ্ছে সংক্রমক এই রোগ!
March 19, 2025

Mpox: পূর্ব আফ্রিকায় মহামারীর আকার নিয়েছে mpox, ভারতেও চোখ রাঙাচ্ছে সংক্রমক এই রোগ!

Mpox: পূর্ব আফ্রিকায় মহামারীর আকার নিয়েছে mpox, ভারতেও চোখ রাঙাচ্ছে সংক্রমক এই রোগ!
Listen to this article


অয়ন শর্মা:  ক্রমশ আকার ধারন করছে এমপক্স। এনিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল কেন্দ্র। পূর্ব আফ্রিকার উগান্ডায়, মহামারীর আকার নিয়েছে এমপক্স। পূর্ব আফ্রিকার উগান্ডার স্বাস্থ্য দপ্তর এর তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, এম পক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩২ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

উগান্ডায় ২০ জানুয়ারি থেকে, ২ মার্চ পর্যন্ত এমপক্সে আক্রান্ত হয়েছে ১১৫৭ জন। মহামারী ঘোষণা করা হয়েছে উগান্ডা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। উগান্ডার kampala তে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৫ জন । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে পূর্ব আফ্রিকায় এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিনিধি পাঠানো হয়েছে। পরিস্থিতির উপরে নজর রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

আরও পড়ুন- ঘরেই চোখ রাঙাচ্ছে ক্যানসার! রোজকার ব্যবহারের ৭ জিনিস থেকেই হতে পারে ‘মারণরোগ’…

কী লক্ষণ

লক্ষণ হিসাবে দেখা যাচ্ছে,সারা শরীরে অসহ্য ব্যথা । জ্বরে গা পুড়ে যাচ্ছে। গা ভরা ফোস্কা। গাঁটে গাঁটে  যন্ত্রণা। সেই সঙ্গে গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, কাশি তো আছেই। ধীরে ধীরে সারা গা গুটি গুটি ফোস্কায় ভরে যাওয়া। ক্লান্তিতে নেতিয়ে পড়া। হু হু করে ছড়াচ্ছে এমপক্স। ২০২৪ সাল থেকেই চোখ রাঙাচ্ছে এই রোগ। পরিস্থিতির উপরে নজর রাখছে কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক। অগাস্ট মাসেই এই রোগকে আফ্রিকায় পাবলিক হেলথ এমার্জেন্সি বলে ঘোষণা করেছে।

আরও পড়ুন-ডাক্তারদের ওয়ার্নিং! খুব চেনা এই তিন ওষুধ ডাকতে পারে মৃত্যু, আচমকাই হার্ট অ্যাটাক…

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে কেরালায় প্রথম এমপক্স রোগী ধরা পড়ে। মাল্লাপুরম জেলার ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি দুবাই থেকে ফিরেছিলেন। জেলা স্বাস্থ্য আধিকারিক জানান ওই ব্যক্তির পরিবারের ২৬ জন ও তিনি যে বিমানে এসেছিলেন সেই  বিমানের ৩৭ জন যাত্রীর উপরে নজর রাখা হচ্ছে। গত ২ বছরে ভারতে মোট ৩০ জন এমপক্স রোগীর সন্ধান মিলেছে। পাওয়া গিয়েছে এমপক্সের ২টি স্টেইন। এসব কথা মাথায় রেখেই এবার পরিস্থিতির উপরে নজর রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link