NOW READING:
MP Shocker: হাইওয়েতে স্বামীকে ৩৬ বার কুপিয়ে খুন ১৭-র কিশোরীর! ‘কাম হো গ্যায়া,’ ভিডিয়ো কল প্রেমিককে…
April 17, 2025

MP Shocker: হাইওয়েতে স্বামীকে ৩৬ বার কুপিয়ে খুন ১৭-র কিশোরীর! ‘কাম হো গ্যায়া,’ ভিডিয়ো কল প্রেমিককে…

MP Shocker: হাইওয়েতে স্বামীকে ৩৬ বার কুপিয়ে খুন ১৭-র কিশোরীর! ‘কাম হো গ্যায়া,’ ভিডিয়ো কল প্রেমিককে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর! হাড়হিম করা ঘটনা! হাইওয়ের উপর স্বামীকে ৩৬ বার কুপিয়ে খুন করল ১৭ বছরের নাবালিকা স্ত্রী। খুনের পর ভিডিয়ো কল করে সেই খবর দিল প্রেমিককে। জানাল, ‘কাম হো গ্যায়া!’ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে ইন্দোর-ইছাপুর হাইওয়ের উপর। 

জানা গিয়েছে, ওই কিশোরী কৌশলে তার স্বামীকে বাইকে করে প্রথমে একটি নির্জন জায়গায় নিয়ে আসে। সেখানে তাদের পিছু পিছু আসে ওই কিশোরীর সঙ্গীরাও। এরপর ওই নির্জনস্থলে কিশোরী ও তার সঙ্গীরা মিলিয়ে কুপিয়ে খুন করে স্বামীকে। ৩৬ বার কোপানো হয়। মৃতের শরীরে মিলেছে ৩৬টি আঘাতের চিহ্ন। ধারালো ‘গুপ্তি’ দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিস।

খুনের পর ওই কিশোরী ও তার সঙ্গীসাথীরা প্রথমে ট্রেনে ইন্দোরে পালিয়ে যায়। তারপর তাঁরা সবাই মিলে উজ্জয়িনে চলে যায়। ১৩ এপ্রিল খুনের ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মৃতের নাম রাহুল ওরফে গোল্ডেন। শাহপুরের বাসিন্দা ছিল রাহুল। ১২ তারিখ ঘুরতে যাওয়ার নামে রাহুলকে নিয়ে বেরয় তাঁর নাবালিকা স্ত্রী। এরপর ১৩ তারিখ-ই উদ্ধার হয় দেহ। অভিযুক্ত নাবালিকা স্ত্রী ও তার প্রেমিক যুবরাজের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। 

আরও পড়ুন, UP Realtor: ‘চিকিৎসায় অর্থ অপচয় চাই না,’ স্ত্রীকে খুন করে আত্মঘাতী ক্যান্সার আক্রান্ত ব্যবসায়ী!

আরও পড়ুন, Ramkrishna Mission: ২৬ দিন ধরে ‘ডিজিটাল অ্যারেস্ট’ স্বামীজিকে! আড়াই কোটি টাকা প্রতারণার শিকার রামকৃষ্ণ মিশন… 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link