জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘আমাকে বলছে, গ্রেফতার কর। এরা কারা! আমার মতো লোককে বলছে জেলে ঢোকাও’। দলের মহিলা সাংসদকে কটুক্তি বিতর্কে বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘আমাদেরই এক সাংসদ, বাইরে থেকে এসেছে, ভিডিয়োটা করে বাইরে ছেড়ে দিয়েছে’।
তৃণমূলের সংসদীয় দলে বেনজির সংঘাত। মহিলা সাংসদকে কটুক্তি! ক্ষোভে হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছেন তিনি। শুধু তাই নয়, দলের এক বর্ষীয়ান সাংসদের বিরুদ্ধে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন ওই মহিলা সাংসদ। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিয়ো ও স্ক্রিনশট ফাঁস করে দিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য।
Soon after the public spat between two TMC MPs in the precincts of the Election Commission of India on 4th April 2025, the irate MP continued slandering the ‘Versatile International Lady (VIL)’…
This is the stuff legends are made of! pic.twitter.com/dsubQrmQUj
— Amit Malviya (@amitmalviya) April 8, 2025
কল্যাণ বলেন, ‘যা নির্দেশ, সেই অনুযায়ী আমি কাজ করেছি। নির্দেশের বাইরে তো কাজ করব না। নাম নেই, আমি কী করব! যেসমস্ত সাংসদকে থাকতে বলা হয়েছে, তাঁদের মেসেজ পাঠিয়ে দিয়েছি। তাঁরা যে আসবে, সেটাও আমি জানতাম না। তারপরে ইচ্ছাকৃতভাবে চিত্কার করল, যে ইচ্ছাকৃতভাবে আমাকে সই করায়নি। আমি বললাম, আমার সঙ্গে ঝগড় কর না। তারপরে চিত্কার করছিল। আমিও চিত্কার করছিলাম। এরমধ্যে সেই মহিলা দৌড়ে চলে গেলেন, বিএসএফকে গিয়ে বলছে, সাংসদকে গ্রেফতার কর। এরপর স্বভাবতই আমি উত্তেজিত হয়ে পড়ি। আমাকে বলছে, গ্রেফতার কর। এরা কারা! আমার মতো লোককে বলছে জেলে ঢোকাও। তারপর কথা কাটাকাটি হয়। অশালীন শব্দ ব্যবহার করেছে, সম্পূর্ণ মিথ্য়া’।
এদিকে ওই মহিলা সাংসদের পাশেই দাঁড়িয়েছে সৌগত রায়। দমদমের সাংসদ বলেন, ‘এই কদিন সুদীপ অসুস্থ থাকায় কল্যাণের হাতে ক্ষমতা এসেছিল। যাকে ইচ্ছা বলতে দিচ্ছিল, যাকে ইচ্ছা বলতে দিচ্ছিল না। এবং বলতে চাইলে লোককে অপমান করছিল। আমি মনে করি, একজন লোকও পাওয়া যাবে না, কল্যাণের পক্ষে’। তাঁর মতে, গোটা ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো উচিত’।
কল্যাণের পাল্টা, ‘১০০ শতাংশ আমি খাটছি ভাই। তখন তো একটা লোকও আসেনি। সৌগত রায়ের মতো পণ্ডিত এসে বলেনি, কল্যাণ চারটে পয়েন্ট আছে। বরঞ্চ ব্যাঙ্গ করেছিল, হাত কেটে গিয়েছে কিনা, সৌগত রায় এরকম ধরণের লোক’।
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। সেদিন দিল্লিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে গিয়েছিলেন তৃণমূল সংসদীয় দলের প্রতিনিধিরা। রাস্তায় দলেরই এক মহিলা সাংসদের সঙ্গে এক বর্ষীয়ান সাংসদের রীতিমতো বাদানুবাদ হয় বলে খবর। সেই ঘটনাই এখন প্রকাশ্যে চলে এসেছে।
আরও পড়ুন: Recruitment Scam| GTA: পাহাড়েও বিপাকে শিক্ষকরা! বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের, রাজ্যের কাছে…
আরও পড়ুন: Malbazar: ভয়ংকর! রাস্তায় এ কী? পথচলতি মানুষের গলা কাঠ, হাড়হিম…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)