NOW READING:
Disabled Daughter Killed: আজন্ম ‘জড়পদার্থ’ মেয়ে! মেরেই ফেলল ‘বিরক্ত’ মা-ঠাকুমা…
February 26, 2025

Disabled Daughter Killed: আজন্ম ‘জড়পদার্থ’ মেয়ে! মেরেই ফেলল ‘বিরক্ত’ মা-ঠাকুমা…

Disabled Daughter Killed: আজন্ম ‘জড়পদার্থ’ মেয়ে! মেরেই ফেলল ‘বিরক্ত’ মা-ঠাকুমা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জন্ম থেকেই মেয়ে বিশেষভাবে সক্ষম। কথা বলতে এবং হাঁটতে পারে না। এইভাবেই ১৭ টা বছর কাটিয়েছে সে। এতবছর ধরে বিছানাতেই শয্যাশায়ী ছিল। বেঁচে থেকেও ঠিক যেন ‘জড়পদার্থের’ মতো জীবন কাটছিল তার! কিন্তু শেষমেষ অবলা মেয়েটির এই পরিণতি হবে কেউ দুঃস্বপ্নেও ভাবেনি। বিশেষভাবে সক্ষম মেয়েকে নিজের হাতে খুন করল মা ও ঠাকুমা মিলে। হতাশা থেকে ১৭ বছরের মেয়েকে মেরেই ফেলল ‘বিরক্ত’ মা-ঠাকুমা।

জানা গিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি বিশেষভাবে সক্ষম মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তারপর থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করে। অসুস্থতার কারণে সে সারারাত কাঁদতে থাকে। ১৯ ফেব্রুয়ারি, তার অবস্থা নিয়ে হতাশ এবং বীতশ্রদ্ধ হয়ে পড়ে। যার জেরে মা তাকে বিষ খাইয়ে দেয়। বাড়িতেই ১৭ বছরের যশস্বী পাওয়ার মারা যায়। 

১৯ ফেব্রুয়ারি মধ্যরাতে যশস্বীর মৃতদেহ সাদা চাদর মুড়িয়ে দেহ লোপাটের চেষ্টা করে। পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। অভিযুক্তদের মহিলাদের মধ্যে ছিল মা স্নেহাল পাওয়ার (৩৯) এবং ঠাকুমা সুরেখা মহাগড়ে (৬০) এবং আর এর অজ্ঞাত মহিলা। সকলেই থানের বাসিন্দা। 

আরও পড়ুন:Ahiritola Incident: বাড়িতে যাতায়াত করত বহু রহস্যজনক লোকজন, প্রতিবাদ করাতেই সুমিতাকে খুন করে টুকরো করে ফাল্গুনী!

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন যশস্বীর পিসি বর্ষা তাদের বাড়িতে আসে। কারণ যশস্বীর বাবা অর্থাত্‍ স্নেহাল স্বামীও গুরুতর অসুস্থ। এবং তিনিও শয্যাশায়ী। ভাই এবং তার মেয়েকে দেখতে আসার সময় বর্ষা দেখেন যে যশস্বী নিখোঁজ। পরে তাদেরই এক প্রতিবেশী সিসিটিভি ফুটেজে দেখেন যে, তিন অভিযুক্তকে চাদরে মোড়ানো একটি দেহ গাড়িতে রাখছে। তত্‍ক্ষণাত্‍ তিনি নৌপাড়া থানায় খবর দেন। এবং অভিযোগ দায়ের করেন।

ঘটনার তদন্তে সুরেখাকে আটক করে। জেরায় তিনি অপরাধের কথা স্বীকার করে নেয়। কিন্তু স্নেহাল এবং তার বন্ধু এখনও পলাতক। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১০৩(১), ২৩৮ এবং ৩(৫) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link