সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশের সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদের হুজরা খানায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম শফিকুর রহমানের(৪২) বিরুদ্ধে। ইতোমধ্যেই অভিযুক্ত ইমামকে আটক করেছে পুলিস। আটক শফিকুর বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট থানার বানী গ্রামের বাসিন্দা। তিনি ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদে ইমাম হিসাবে নিযুক্ত ছিলেন।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই মসজিদটিতে রমজান মাস উপলক্ষ্যে পবিত্র কোরান শিক্ষার আয়োজন করা হয়। সেখানে কোরান শিখতে আসত নির্যাতিতা কিশোরী। অভিযুক্ত ইমাম শফিকুর রহমান ভুক্তভোগী কিশোরীকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। এরমধ্যে গত বৃহস্পতিবার যোহরের নামাজের বিরতিতে অন্যান্য ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বের হয়ে গেলে কৌশলে মসজিদের হুজরা খানায় ওই কিশোরীকে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে জানালে খুনের হুমকি দেয়।
নির্যাতিতা ভয়ে বিষয়টি গোপন রাখে এবং নিয়মিত কুরান শিক্ষা কার্যক্রমে যেতে থাকে। কিন্তু গতকাল একইভাবে সে আবারও তাকে হুজরা খানায় নিয়ে গিয়ে পুনরায় ধর্ষণ করে। পরে রবিবার রাতে বিষয়টি পরিবারকে জানালে এলাকাবাসী মিলে অভিযুক্ত ইমামকে আটক করে পুলিসকে খবর দেয়।
আরও পড়ুন:WB Weather Update: দোলেই চড়বে পারদ! কলকাতাতেই ৪০ ছোঁবে, জেলার কথা শুনলে…
অভিযোগের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশের সিলেট জেলার ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জি ২৪ ঘণ্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরীকে সিলেট মেডিকেলে পাঠানো হয়েছে।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours