NOW READING:
Monkey Business: একলাখি ফোন ছিনিয়ে একলাফে কার্নিশে উঠল বাঁদর, শেষপর্যন্ত….
March 16, 2025

Monkey Business: একলাখি ফোন ছিনিয়ে একলাফে কার্নিশে উঠল বাঁদর, শেষপর্যন্ত….

Monkey Business: একলাখি ফোন ছিনিয়ে একলাফে কার্নিশে উঠল বাঁদর, শেষপর্যন্ত….
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঁদরের কীর্তিতে পথে বসতে চলেছিলেন এক ব্যক্তি। তার Samsung S25 Ultra ফোনটি ছিনিয়ে নিয়ে কার্নিশে উঠে পড়ল বাঁদর। ফোনের দাম দেড় লাখের মতো। নীচে দাঁড়িয়ে অনেক কাকুতি মিনতি করেও কোনও লাভ হয়নি। শেষপর্য়ন্ত বাঁদর রাজী হল বিশেষ এক মন্ত্রে। ফেলে দিল Samsung S25 Ultra ফোন। এরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। ঘটনাটি বৃন্দাবনের।

আরও পড়ুন-পাক সেনা কনভয়ে বালোচ জঙ্গিদের ভয়ংকর আত্মঘাতী হামলা, উড়ল বাস, নিহত কমপক্ষে ৯০

কার্তিক রাঠোর নামে এক ব্যক্তি ওই ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সেখানে দেখা যাচ্ছে কার্নিশের উপরে ফোন হাতে বসে রয়েছে বাঁদর। আর নীচে অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন তিন ব্যক্তি। তারা অনেক চেষ্টা করছে যাতে বাঁদর ফোনটি ছেড়ে দেয়। নীচে থেকে উপরে ছোড়া হচ্ছে একের পর এক জিনিস। কিন্তু শেষপর্যন্ত একটি ম্যাঙ্গো ড্রিংসের প্যাকেট আঁকড়ে ধরল বাঁদর। ছেড়ে দিল ফোন। সেই ফোন লুফে নিয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন মালিক।

সোশ্য়াল মিডিয়ায় এনিয়ে কমেন্টের বন্যা। কেউ লিখেছেন বাঁদর ব্যাবসাটা ভালো বোঝে। কেউ লিখেছেন, একেই বলে ইমানদারি। কেউ আবার মন্তব্য করেছেন, এটাই বোধহয় দুনিয়ার সবচেয়ে দ্রুততম ডিল। একজন লিখেছেন, এই দৃশ্য বৃন্দাবনে হামেশাই দেখা যায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link