জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বে (Indian Super League Semi-Final Leg 2) হারার পরেও, মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মোলিনা বলেছিলেন দ্বিতীয় পর্বে অন্য দল দেখবেন| খেলার আগের দিনও তিনি সাংবাদিক বৈঠকে বুঝিয়ে দিয়েছিলেন যে, হিসেব বদল দিতে তিনি ১০০% আত্মবিশ্বাসী| আর সেটাই করলেন স্প্যানিশ কোচ|
সোম সন্ধ্যায় সল্টলেক স্টেডিয়ামে মহাসংগ্রামে শেষ হাসি হাসল মেরিনার্স| গত ৩ এপ্রিল টাটানগরীতে জামশেদপুর, সেমির প্রথম পর্বে ২-১ হারিয়েছিল মোহনবাগানকে। এবার তাদের ঘরে ডেকে, মধুর প্রতিশোধ নিল সবুজ মেরুন| ফাইনালের কনফার্মড টিকিটের জন্য, খালিদ জামিলদের হারাতে হবে দু’গোলের ব্যবধানে।এই ছিল মোলিনাদের অঙ্ক| তাঁর শিষ্যরা সহজ অঙ্ক সমাধান করেই, ৫৮ হাজার দর্শককে খুশি করে দিলেন|
এদিন স্টিফেন এজে এবং আশুতোষ মেহতা এদিন না থাকায়, জামশেদপুরের রক্ষণ যে অনেকটাই দুর্বল হয়ে যাবে, সেটা ম্যাচের আগেই টের পাওয়া গিয়েছিল| আর বাস্তবেও সেটাই ঘটল| জামশেদপুরের দুর্বল রক্ষণ ভেদ করে, মোহনবাগান বারবার বক্সের মধ্যে ঢুকে পড়ছিল|
কখনও অনিরুদ্ধ থাপা তো কখনও জেসন কামিন্স| আবার কখনও রডরিগেজ হয়ে শুভাশিস বোস| কিন্তু দুর্ভাগ্যবশত কেউই তে-কাঠিতে আর বল রাখতে পারেননি| প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্টের খেসারত দিয়েই মাঠ ছাড়তে হয়েছিল মেরিনার্সকে! তবে জামশেদপুরের গোলরক্ষক আলবিনো গোমেজকেও কৃতিত্ব দিতে হবে| অতন্দ্র প্রহরী হয়ে দুর্গ আগলে রেখেছিলেন তিনি|
দ্বিতীয়ার্ধেই মোহনবাগান ঘুরিয়ে দেয় খেলা| ৫১ মিনিটে জেসন কামিন্স পেনাল্টিতে গোল করে স্কোরলাইন ১-০ করে দেয়| নব্বই মিনিট পেরিয়ে যাওয়ার পর যখন যুবভারতী ভাবছিল যে, খেলা এবার না এক্সট্রা টাইমে গড়ায়! আর ঠিক তখনই ম্যাজিক| ৯৪ মিনিটে আপুইয়ার বিশ্বমানের গোলে মোহনবাগান স্কোরলাইন ২-০ করে ফাইনালের বাঁশি বাজিয়ে দেয়| দুই পর্ব মিলিয়ে মোহনবাগান ৩-২ ব্যবধানে জামশেদপুরকে হারিয়ে টানা তিনবার আইএসএল ফাইনালে চলে গেল| প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি|
মোহনবাগান: বিশাল কাইথ, মাইকেল আলড্রেড, অনিরুদ্ধ থাপা, শুভাশিস বোস, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান (মনবীর সিং), রডরিগেজ, জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স (পেত্রাতোস), আশিস রাই ও আপুইয়া|
আরও পড়ুন: Ishant Sharma | IPL 2025: ১২৬৪ উইকেটের মালিক, খেলার মাঝেই নিষিদ্ধ কাজ! বোর্ডের কড়া নিদানে ভোগ করবেন ফল…
আরও পড়ুন: R Ashwin YouTube Channel: ‘CSK আর না’! আইপিএলের মাঝেই অশ্বিনের চরম সিদ্ধান্ত, জ্বলছে বিতর্কের আগুন…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)