# Tags
#Blog

Mohun Bagan: তিন তোপ, নিশ্চিহ্ন নিজামের শহর! যুবভারতীতে বর্ষবরণের দুরন্ত পার্টি মোহন বাগানের…

Mohun Bagan: তিন তোপ, নিশ্চিহ্ন নিজামের শহর! যুবভারতীতে বর্ষবরণের দুরন্ত পার্টি মোহন বাগানের…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা সদ্য ফেলে আসা বছরেই, সমর্থকদের জানিয়ে দিয়েছিলেন যে,  ঘরের মাঠে নতুন বছরের প্রথম ম্যাচে ফ্রি-টিকিট! আর এবার বর্ষবরণে ফ্যানদের দুরন্ত জয়ের পার্টি দিল হোসে মোলিনার ফার্স্ট বয়, অপ্রতিরোধ্য মেরিনার্স বৃহস্পতিবার ৩-০ গোলে উড়িয়ে দিল লিগের টুয়েলফথ বয় হায়দরাবাদ এফসি-কে!

আরও পড়ুন:  EXPLAINED | Shubman Gill: ৪৫০ কোটির দুর্নীতিতে গিল! CID-র তলব ৪ নক্ষত্রকে ভারতীয় ক্রিকেটারকে, তোলপাড় IPL…

এদিন ম্যাচের বয়স যখন মাত্র ৯ মিনিট, তখনই এক গোলে এগিয়ে যায় মোহনবাগান| প্রতিপক্ষই যদিও গোলটি উপহার দেয়| যুবভারতী দেখল স্লো-মোতে গোল| লিস্টন সোলো রান নিয়ে মাইনাস করেন সাহালকে| তিনি বুলেট গতির শট মারেন সোজা গোলকিপার অর্শদীপ সিংকে, তবে তিনি বল ধরেও গ্রিপ করতে পারেননি, ফসকে যাওয়া বল হায়দরাবাদের সার্বিয়ান ডিফেন্ডার স্টিফান সাপিচের গায়ে লেগে গোলে ঢুকে যায়! গ্যালারি সেলিব্রেশনে মেতে ওঠে| ১৭ মিনিটে সবুজ-মেরুন ফের এগিয়ে যেতে পারত, দ্বিতীয় গোলের দুরন্ত সুযোগ চলে এসেছিল| জেসন কামিন্সের বল ধরে জেমি ম্যাকলারেনের কোনাকুনি শট যদি না বারে লেগে ফিরে আসত। তবে এরপর মোহনবাগানের ধারাবাহিক আক্রমণে প্রতিপক্ষের কাঁধে চেপে বসেছিল| বিরতির আগেই মোলিনার ব্রিগেড ২-০ এগিয়ে যায়| ৪১ মিনিটে টম আলড্রেড স্কোরশিটে নিজের নাম লেখান, ডাইভ দিয়ে হেড করে দুরন্ত গোল করেন তিনি| যদিও প্রথমে লাইন্সম্যান এই গোল নাকচ করে দিয়েছিলেন পতাকা তুলে আপত্তি জানিয়ে| পরে গোল নিয়ে রেফারির সঙ্গে আলোচনার পর গোল দেওয়া হয় মোহনবাগানকে| 

দু’গোলে এগিয়ে থাকা মোহনবাগান ঠিক যেখানে প্রথমার্ধে শেষ করেছিল,  বিরতির পর ঠিক সেখান থেকেই শুরু করল| ৫১ মিনিটে কামিন্স ৩-০ করলেন স্কোরলাইন| প্রতিপক্ষের বক্সের মধ্যে ম্যাকলারেন-কামিন্স ওয়ান-টু-ওয়ান খেলেন নিজেদের মধ্যে, আর এখান থেকেই কামিন্স বাঁ-দিকের টপ কর্নার দিয়ে দুরন্ত গোল করে সবুজ-মেরুন জনতাকে আনন্দের জোয়ারে ভাসিয়ে দেন| এই গোলের পর মোহনবাগান আরও গোলের জন্য ঝাঁপিয়েছিল| মোলিনা পাঁচটি পরিবর্তন এনেছিলেন| সাহালের জায়গায় সুহেল, থাপার জায়গায় অভিষেক, কামিন্সের বদলে স্টুয়ার্ট, লিস্টনের বদলে সৌরভ ও আশিসের জায়গায় মনবীরকে খেলালেন তিনি| কিন্তু নির্ধারিত সময়ের পর আরও পাঁচ মিনিট যোগ করা হলেও কোনও গোল আসেনি আর| 

এখন ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান ধরে রাখল মোহনবাগান| ওদিকে ১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১২ নম্বরেই নিজামের শহর|

আরও পড়ুন: Manu Bhaker-D Gukesh | Khel Ratna Award: এবার খেলরত্নে ভূষিত হচ্ছেন মনু-গুকেশ, দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান পাচ্ছেন আরও ২

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal