জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: আইএলএলে জয়ের হ্যাটট্রিকের পর থামল বিজয়রথ! ওড়িশার বিরুদ্ধে পিছিয়ে পড়েও ড্র করল মোহনবাগান। এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল মনবীরদের। ওড়িশা হয়ে গোল করলেন মোহনবাগানের প্রাক্তনী হুগো বুমোস।
আরও পড়ুন: Rishabh Pant In CSK: রাজধানী ছেড়ে এবার চেন্নাই এক্সপ্রেসে পন্থ? হাতে ৫৫ কোটি নিয়ে সিএসকে কর্তার বিরাট আপডেট
আইএসএসে পরপর তিন ম্যাচে জিতে ওড়িশার বিরুদ্ধে নেমেছিল মোহবাগান। চোটের জন্য দলে ছিলেন না গ্রেগ স্টুয়ার্ট। কিন্তু ম্যাচের শুরুতেই ছন্দপতন! কিছুটা আশ্চর্যজনকভাবেই গোল করে এগিয়ে যায় ওড়িশা। ডানদিক থেকে ভেসে আসা ত্রুস বক্সের মধ্যেই বিপদমুক্ত করতে গিয়ে যান মোহনবাগানের ডিফেন্ডার আশিস রাই। কিন্তু সেই বল সোজা চলে যায় গোলকিপার বিশাল কাইথের হাতে। ইনডিরেক্ট ফ্রিকিকের নির্দেশ দেন রেফারি ক্রিস্টাল জন, তাও আবার বক্সের ভিতরেই! গোল করে যান মোহনবাগানের প্রাক্তনী হুগো বুমোস।
গোল খাওয়ার পর অবশ্য ধীরে ধীরে ম্যাচে ফেরে মোহনবাগান। অপ্রতিরোধ্য হয়ে ওঠেন বিশাল। ৩৬ মিনিটে সেট পিস থেকে অনবদ্য গোল করে ম্যাচে সমতা ফেরান মনবীর। কর্নার থেকে ভেসে আসা বল দুরন্ত হেড। হাত ছুঁইয়েও তা আটকাতে পারেননি ওড়িশার গোলকিপার অমরিন্দর। দ্বিতীয়ার্ধে দুই দল মরিয়া চেষ্টা চালায়। কিন্তু আর গোল হয়নি।
আরও পড়ুন: Prithvi Shaw | VIRAL VIDEO: অন্ধকার ঘরে আদিম খেলায় দেশের স্টার ক্রিকেটার ! মডেল-বান্ধবীদের সঙ্গে ৫৭ সেকেন্ডে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours