জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএল ইতিহাসে প্রথম দল হিসেবে ব্যাক-টু-ব্যাক লিগ শিল্ড জয়| প্রথম দল হিসেবে লিগে ৫০ পয়েন্ট।
এক মরসুমে সর্বাধিক জয়ের পাশাপাশি সর্বাধিক ঘরের মাঠে জয়ের ইতিহাসও সবুজ-মেরুনের!
এছাড়াও এক মরসুমে সর্বাধিক সেট-পিস গোল, সর্বাধিক ক্লিন শিট ও গোল হজম না করার সর্বাধিক মিনিটও।
রেকর্ড বলছে মোহনবাগান যা করেছে, তা অবিশাস্য বললেও কম। আর এসবই ২৩ ফেব্রুয়ারি ওড়িশার বিরুদ্ধে করা হয়ে গিয়েছে সবুজ-মেরুনের|
আরও পড়ুন- চ্যাম্পিয়ন হলেই জ্যাকপট, বিপুল ধনরাশি পাবেন রোহিতরা, টাকার মোট অঙ্ক জানেন?
৮ মার্চ এফসি গোয়ার বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে তাহলে আর কী পাওনা থাকতে পারে মোহনবাগান সমর্থকদের!
৬১ হাজার দর্শক চেয়েছিলেন, লিগের শেষ ম্যাচ জিতেই মোহনবাগান হাতে লিগ শিল্ড তুলুক| তারপর ছোট্ট একটা ব্রেক নিয়ে ফের চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঝাঁপাক…
মোলিনার শিষ্যরা শেষ ম্যাচেও সমর্থকদের হতাশ করলেন না| দুরন্ত জিতেই লিগ শেষ করল মোহনবাগান|
শনি সন্ধ্যায় সল্টলেকে হোসে মোলিনা, কার্যত নিয়মরক্ষার ম্যাচে নিয়মিত একাদশের বেশ কিছু ফুটবলারকে বসিয়েই দল করলেন|
উল্লেখযোগ্য গোলে বিশাল কাইথের বদলে ধিরাজ সিং ও ডিফেন্স অধিনায়ক শুভাশিস বোসের আশিক কুরুনিয়ান|
মোহনবাগান-গোয়া, দু’দলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলছিল, কিন্তু গোলের মুখ খুলতে পারছিল না কোনও দলই|
বিরতির ঠিক আগে মনবীর সিং যুবভারতীকে সেলিব্রেশনে মাতিয়ে দিয়েছিলেন| দূরপাল্লার শটে গোয়ার গোলরক্ষক ঋত্ত্বিক তিওয়ারিকে পরাস্ত করেন| গোলের পরেই গোয়া হ্যান্ডবলের জোরাল দাবি জানায়, রেফারি জানিয়ে দেন যে, দিমিত্রিওস পেত্রাতোস হ্যান্ডবল করায় গোল বাতিল হয়ে যায়! বিরতির আগে খেলা গোলশূন্য ভাবেই শেষ হয়…
দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে মোহনবাগানকে গোল উপহার দেয় গোয়াই! টম অলড্রেডের লম্বা ক্রস ক্লিয়ার করতে গিয়ে মিডফিল্ডার বরিস সিং হেড করে ঋত্ত্বিককে বল দিতে চেয়েছিলেন, কিন্তু গোয়ানিজ গোলরক্ষক এগিয়ে থাকায় বরিসের হেড জালে জড়িয়ে যায়! মোহনবাগান এগিয়ে যায় ১-০ গোলে
এই গোলের পরেই মাঠে শুরু হয়ে যায় মেক্সিকান ওয়েভ ও মোবাইলের ফ্ল্যাশ-ঝলকানি…
এরপর বাকি সময়ে স্কোরলাইনে আর কোনও পরিবর্তন আসবে না বলেই যখন মনে করা হচ্ছিল, তখনই গ্রেগ স্টুয়ার্ট ৯৪ মিনিটে গোল করে সেলিব্রেশনের দামামা বাজিয়ে দেন|
২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ঐতিহাসিক লিগ শেষ করল গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব|
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours