জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা| রাত পোহালে একাদশতম আইপিএলের বোধন| মুখোমুখি গতবারের লিগ শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়েন্ট এবং কাপজয়ী মুম্বই সিটি এফসি| বিষ্যুদবার দুপুরে মোহনবাগান তাঁবুতে সাংবাদিক বৈঠকে এসেছিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা|
আরও পড়ুন: Apuia: ‘বন্ধু যেন গোল না করে’! তৈরি আপুইয়া, মুম্বইকে বুঝে নেবেন মিডফিল্ড জেনারেল
২০১৬ সালে অ্যাটলেটিকো দে কলকাতাকে জিতিয়ে ছিলেন আইএসএল| আট বছরে অনেক কিছু বদলে গিয়েছে| মোহনবাগানকে কি মোলিনা ট্রফি দিতে পারবেন? সেই উত্তর পেতে অনেকটা অপেক্ষা করতে হবে এখনও| মোলিনা দায়িত্ব নিয়ে ইতোমধ্যে ডুরান্ড খেলিয়েছেন সবুজ-মেরুনকে| ফাইনালে চূড়ান্ত খারাপ ফুটবল খেলে হারতে হয়েছিল নর্থ ইস্টের কাছে|
মোলিনার ডিফেন্স রীতিমতো ভাবার বিষয়| বিশেষত বাঁ-দিকটা| সাম্প্রতিক সময়ে তা খুব ভালোভাবেই চোখে পড়েছে| তবুও মোলিনা কিন্তু খুব একটা ভাবিত নন| ডিফেন্স নিয়ে প্রশ্ন করাতেও তিনি খুব একটা ভালো ভাবে নেননি| মোলিনা বললেন, ‘দেখুন ডুরান্ড অতীত| একটা পার্ট নিয়ে আমি ভাবি না| আমাকে সব দিক নিয়ে ভাবতে হয়| আমার দল যেমন আক্রমণ করতে পারবে, তেমনই ডিফেন্সও করতে পারবে| গোল যাতে কম হজম করতে পারি, সেদিকেই ফোকাসড| ছয় সপ্তাহ অনুশীলন হয়েছে| আমি খুশি| দল একটা শেপে এসেছে| আরও অনেক ভালো করতে হবে| সবটাই একটা প্রক্রিয়া| অনেক উন্নতি করতে হবে|’
গত মরসুমে মোহনবাগান ফাইনালে সবচেয়ে খারাপ পারফর্ম করেছিল| অতীতকে ভুলে যেতে চান নতুন কোচ| বলছেন, ‘গত মরসুম, গত মরসুম| নতুন কোচ, নতুন অধ্যায় শুরু হচ্ছে| অতীত ভুলে আগামীর সব ম্যাচ জেতাই লক্ষ্য|’
মোহনবাগান দুর্দান্ত সব ফুটবলারদের নিয়ে দল গড়েছে| তবে এখনও এ-লিগের সর্বাধিক গোলদাতা জেমি ম্যাকলারেন মাঠে নামেননি| আক্রমণের বড় তারকা ভুগছেন কাঁধের চোটে| চোটে আক্রান্ত স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো রডরিগেজ| যাঁকে আনা হয়েছে ব্রেন্ডন হ্যামিলের জায়গায়| রাত পোহালে বোধন| সম্প্রতি মুম্বই-মোহনবাগান ম্যাচ পেয়েছে ভারতীয় ফুটবলের ‘বিগেস্ট রাইভালরি’র তকমা| এই ম্যাচে মোলিনার দুই মহাতারকা কী খেলবেন? মোলিনা সাফ বলে দিলেন ম্যাকলারেন মুম্বইয়ের বিরুদ্ধে নেই| অ্যালবার্টোর ম্যাচ ফিট হওয়ার সম্ভাবনা আছে|
আরও পড়ুন: Vinesh Phogat Properties:রাজনীতির ‘দঙ্গল গার্ল’! ভিনেশের এখন দাম ৩৬ কোটি, গ্য়ারেজে ২ কোটির মার্সিডিজ আর…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)